স্ত্রী তালাক দেয়ায় অশালীন ছবি ছারছেন স্বামী সাগর

স্টাফ রিপোর্টার॥

স্ত্রী-সন্তানের কথা গোপন করেই পর নারী আশক্ত ও মাদকাশক্ত হয়ে পরেছেন স্বামী সাগর হোসেন (৪০)। প্রতিদিনই স্ত্রীর উপর র্নিযাতন করতো এ নিয়ে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ লেগেই থাকত, এমনকি র্নিযাতন সয্য করতে না পেরে লিপি আত্বহত্যার পথও বেচে নেয় সেদিন তার ভাই ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তায় বোনকে বাচাতে পেরেছে।
‌শেষ পর্যন্ত সাগরকে তালাক দিয়েছেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে তার ন’গ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন সাগর । ঘটনাটি রাজধানীর উত্তরখান এলাকার কাচকুরা এলাকার বেতুলী এলাকায়।
সাগর এ এলাকার জলিল বেপারীর ছেলে। এ নিয়ে ৩০ বছর বয়সী ভুক্তভোগী ওই নারী সাগর হোসেনের বিরুদ্ধে প’র্নোগ্রাফি আইনে থানায় একটি মামলা করার জন্য ডিএমপির কদমতলী থানায় একডি সাধারন ডায়েরী করেছেন।জানাযায় সাগর ও লিপির বিয়ে হয় ২০০৫ সালে তাদের সংসারে ২ টি সন্তান রয়েছে কিন্তু সাগর মাদকাশক্ত ও পরনারীকে নিয়ে মজে থাকাই তার পেশা হয়ে দাড়িয়েছে এ কারনে সংসারে অশান্তি লেগেই থাকে সে কারনে লিপি গত মাসে সামাজিকভা্বে ২ পক্ষ উপস্থিত থেকে তাদের তালাক সম্পন্ন হয়, কিন্তু কিছুদিন পার হতে না হতেই সাগর পাগলামি শুরু করে দেয় ভূয়া ফেইসবুক আইডি খোলে সাবেক স্ত্রী লিপিকে বদনাম করার চেষ্টা করছে অশ্লীল কথা বার্তা ছেলেদের সাথে বলে সে সকল কথার্বাতার স্কীন র্সট দিয়ে তা লিপির আত্বীয় সজ্বনদের কাছে পাটিয়ে তাকে বদনাম করছে।

কয়েকদিন যাবত মুঠোফোনে প্রায়ই বিরক্ত করছে। সর্বশেষ গত ৫ আগস্ট সাগর তার স্ত্রীর কয়েকটি ন’গ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। এ নিয়ে ১০-৮-২০২২ জিডি করেন ভুক্তভোগী নারী।

স্ত্রী সংসারে থাকা অবস্থায় মুঠোফোনে ছবিগুলো তোলা হয়েছিল। এসব ছবি নিয়ে সাগর তার স্ত্রীকে ‘জিম্মি’ করে রাখার চেষ্টা করতেন। শেষ পর্যন্ত তিনি ছবিগুলো ইন্টারনেটে ছেড়েই দেন। সাগরের মুঠোফোন জব্দ করা হলেই সব কিছু বেরিয়ে আসবে বলে মনে করেন ভোক্তভুগি নারী লিপি।

 

বাংলাদেশ ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি

খেলা ডেস্কঃ 

গেল বছরের ন্যায় এ বছরও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল।

একনজরে দেখে নেওয়া যাক সেই সূচি-

জাতীয় পুরুষ দলের সূচি

ফেব্রুয়ারি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

মার্চ
বাংলাদেশ–জিম্বাবুয়ে : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

মে
বাংলাদেশ–পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

আগস্ট
বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

সেপ্টেম্বর

এশিয়া কাপ।

অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড: ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

 

সবা:স:জু- ৫৭৮/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি