দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার তের মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা লেন, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)। এরমধ্যে নিহত ফারদিন মহাদেবপুর বিএম কলেজের ১ম বর্ষের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুরে ফিরছিলেন। এসময় তের মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

সবা:স:জু- ৬৮৬/২৫

শহীদ সাঈদের বাবাকে আর্থিক সহায়তা প্রদান সেনাপ্রধানের

স্টাফ রিপোর্টার:

গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ মার্চ) সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে এই সহায়তা তুলে দেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ জুলাই রংপুরে চলমান আন্দোলনের সময় নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। এরপর, গত ১০ ডিসেম্বর তাঁর বাবা মকবুল হোসেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সেনাবাহিনীর সহায়তায় জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে রংপুর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন।

এর আগে, গত রোববার (২৩ মার্চ) সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নেন মকবুল হোসেন। সেনাবাহিনীর এই মানবিক সহায়তা ও সংবেদনশীল উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের