সাভারে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে আগুন

স্টাফ রিপোর্টারঃ

সাভারে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সের ৪ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত সাত যাত্রী আহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত ২টায় ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন ধরে যায়। পরে ওই বাসটি থেকে এর পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ৪ ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

নিহতদের নাম, পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতদের মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কি কারণে এই অগ্নিকাণ্ড তা তদন্ত চলছে।

এসব তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল ইসলাম।

 

সবা:স:জু- ৭০৬/২৫

গাজীপুর টঙ্গীতে কারখানায় আগুন

মোঃ ইব্রাহিম হোসেন:

গাজীপুর টঙ্গীর পাগাড়ে এলাকায়,জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ওই কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ওই কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কারখানার ভিতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করার অনুমতি দিচ্ছে না কতৃপক্ষ।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

সবা:স:জু-১১৫/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম