সন্ধান মিলেছে নিখোঁজ সুবার, চলছে উদ্ধারের চেষ্টা

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় ১১ বছরের আরাবি ইসলাম সুবা। দুইদিন পর মেয়েটির দেখা মিলেছে নওগাঁয়। তবে তাকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, মেয়েটিকে শনাক্ত করা হয়েছে। তবে কৌশলগত কারণে এখনও উদ্ধার করা যায়নি। শিগগির তাকে উদ্ধার করা হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া।

এর আগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা।

পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন ছেলের (২০+) হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

জানা গেছে, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয়। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

আরাবি ইসলাম সুবার পরিবারের বরাত দিয়ে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া বলেন, যে ছেলেটির সঙ্গে দেখা গেছে সেই ছেলের সঙ্গে সুবার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে চলে যায়। ছেলেটির যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বর দিয়েছে মেয়েটির পরিবার। মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, ‘সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি। গত রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। আদাবর থানায় জিডি করেছি। পুলিশ বলেছে তারা চেষ্টা করছে।

 

ফেসবুকে প্রেম, প্রেমিকার ফোন চুরি করে পালালেন প্রেমিক!

মোসা:হাফসা আক্তার

ফেসবুকে পরিচয়ের ৫ দিনের মাথায় বিরিয়ানি খেতে এসে প্রেমিকার ফোন চুরি করে পালিয়ে গিয়েছে এক প্রতারক প্রেমিক।

 

শনিবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন হরিনারায়ণপুরে এই ঘটনা ঘটে। হরিনারায়নপুর হাজী বিরিয়ানি হাউজ থেকে ভুক্তভোগী ওই মেয়ের ২ টি মোবাইল চুরি করে পালায় প্রতারক প্রেমিক ও তার সহযোগী ১ যুবক।

 

জানা যায়, পশ্চিম আব্দালপুর গ্রামের সাদিয়া (ছদ্মনাম) এর সাথে ফেসবুকে পরিচয় হয় ওই প্রতারকের সাথে। পরিচয় থেকে ভালো লাগা, এই ভালোলাগাকে সম্পর্কে রুপ দিতে ৫ দিনের মাথায় আসে হরিনারায়নপুর হাজী বিরিয়ানি হাউজে বিরিয়ানি খেতে। খাওয়া শেষ হলে ফেসবুকে পরিচয়ের ওই যুবক ভুক্তভোগী নারীকে বলে তোমার মোবাইল গুলার গ্লাস তো ভাঙ্গা দাও পালটিয়ে আনি, এই বলে ফোন নিয়ে পালিয়ে যায় ওই ২ যুবক। অপেক্ষা করতে থাকা ওই নারী যখন বুঝতে পারে আসলে সে প্রতারকের খপ্পরে পরেছে। তখন দিশেহারা হয়ে কান্নাকাটি করতে থাকে।

 

বিষয়টি একে একে জানাজানি হলে তাৎক্ষণিকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে।

 

ভুক্তভোগী নারী জানায়, ফোন চুরি হওয়ার কয়েকঘন্টা পরে ওই মোবাইলে কল ডুকলে সেই ২ যুবক ভুক্তভোগী নারীকে প্রশাসনের শরণাপন্ন না হতে হুমকি দেয়। হরিনারায়ণপুর বাজারে এধরনের কর্মকাণ্ডে ব্যপক সমালোচনার ঝড় ওঠে। এরপর সিসি ক্যামেরার ফুটেজ ও ভুক্তভোগী ওই নারী ও তার মায়ের দেওয়া তথ্য মতে ইবি থানা পুলিশ ও ইবি থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা প্রতারক ২ যুবককে চিন্হিত করতে সক্ষম হয়।

 

প্রতারক ২ যুবক ১১ আব্দালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের উত্তরপাড়ার আলিম উদ্দিনের ছেলে শাহিন (২৫) ও খবির আলির ছেলে রুবেল (২৭)। ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এদের উপযুক্ত শাস্তির দাবি জানান ভুক্তভোগী ওই নারী প্রেমিকা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন