বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: হামজা চৌধুরীর অভিষেকের অপেক্ষায় আছে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে শিলংয়ে অনুষ্ঠেয় এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেড তারকার।

তবে এর আগেই বড় এক দুঃসংবাদ পেল বাংলাদেশ। দলটির নিয়মিত মুখ বিশ্বনাথ ঘোষ ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য। ২০২৪-২৫ মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামতে পারবেন না, কারণ তার সাম্প্রতিক অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। যার ফলে আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের তৃতীয় (চূড়ান্ত) রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম জুবায়ের নিপু।

শুক্রবার সাংবাদিকদের তিনি জানান, ‘তার (বিশ্বনাথ) পুনর্বাসন আগামী সপ্তাহে শুরু হবে। সে কত দ্রুত সুস্থ হয়ে উঠবে, তার ওপরই নির্ভর করছে তার ফেরার সময়।’

তিনি আরও বলেন, ‘আমরা নিশ্চিত নই যে সে এই মৌসুমে আর খেলতে পারবে কি না। আর খেলতে পারলেও, কয়টা ম্যাচ খেলতে পারবে বা কতটুকু সময় মাঠে থাকতে পারবে, তা অনিশ্চিত।’

জাতীয় দলের নিয়মিত সদস্য বিশ্বনাথ ঘোষ গত বছরের সেপ্টেম্বরে ভুটানে আন্তর্জাতিক সফরের সময় হাঁটুর চোট পান। এরপর ডিসেম্বরে ব্যাংককে তার অস্ত্রোপচার হয় এবং বর্তমানে কিংসের ফিজিও আবু সুফিয়ান সরকারের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি।

বিশ্বনাথ নিজের অবস্থা নিয়ে বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চাই, কারণ আমি অনেক দিন ধরে ফুটবলের বাইরে আছি। তবে কবে ফিরতে পারব, তা আমি জানি না।’

ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা জয় বাংলাদেশের

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাই এবার শিরোপা ধরে রাখার মিশন নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল জুনিয়র টাইগাররা। যেখানে পুরোপুরি সফল হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে ভারতকে হারিয়ে ব্যাক টু ব্যাক শিরোপা জিতেছে বাংলাদেশ।

রোববার (৮ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে ভারতকে ১৯৯ রানের সহজ লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে ৩৫.১ ওভারে ১৩৯ রান তুলতে পারে ভারত। এতে ৫৯ রানের জয় পায় বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন ওপেনার কালাম সিদ্দিকী। ৬৫ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন জাওয়াদ আবরার।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আজিজুল হক তামিমও। মাত্র ১৬ রান করে ফেরেন এই টাইগার অধিনায়ক। রিজানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শিহাব জেমস। তবে ফিফটি তুলতে পারেননি দুজনের কেউই।

৬৭ বলে ৪০ রান করে ফেরেন শিহাব, ৩ বলে ১ রান করে তার দেখানো পথে হাঁটেন দেবাশীষ দেবাও। এরপর ৬৫ বলে ৪৭ রান করে রিজান আউট হলে দলীয় ১৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সামিউন বসির ৪ এবং ১ রান করে উইকেট মিছিলে যোগ দেন আল ফাহাদ।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ফরিদ হাসান। তাকে সঙ্গ দেন মারুফ মৃধা। ৪৯তম ওভারে চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ফরিদ। ৪৯ বলে ৩৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

শেষ ওভারের প্রথম বলে ইকবাল (১) আউট হলে মারুফ মৃধার অপরাজিত ১১ রানে ভর করে ১৯৮ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

ভারতের হয়ে হার্দিক রাজ, যুধাজিৎ গুহ ও চেতন শর্মা দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও কিরণ চোরমলে, কেপি কার্তিকেয়া ও আয়ুশ মাত্রে একটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাটিংয়ের শুরুটা খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। ওপেনার আয়ুশ এক রানে ফাহাদের বলে আউট হলে, বৈভব সূর্যবংসী ৯ রান তুলে মারুফের বলে প্যাভিলিয়নে ফিরে যান। দলীয় ৪৪ রানে ফেরেন সিদ্ধার্থ। এরপর ইমনের পরপর তিন শিকারে ভারতের স্কোর বোর্ডে ৬ উইকেটে ৮১ রান জমা হয়। তবে ক্রিজ আগলে খেলতে থাকেন অধিনায়ক মোহাম্মদ আম্মান। স্কোর বোর্ডে ৯২ রান যোগ করতে এবার ফাহাদের শিকারে আরও এক উইকেট হারায় ভারত।

এরপর অধিনায়কের সঙ্গী হন হার্দিক। রান বাড়তে থাকলে ভারতের ড্রেসিংরুমের আলোচনায়ও জয়ের বাতাস বইতে থাকে। তখন অধিনায়ককে ২৬ রানে থামিয়ে দেন টাইগার জুনিয়র লিডার তামিম। নিজের প্রথম ওভারেই থিতু হতে থাকা আম্মনকে আউট করেন। এরপর আর কেউ জুটি গড়তে না পারলে ১৩৯ রানে থেমে যায় ভারতের ইনিংস।

সবা:স:জু-২৪৬/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান