অনুশীলন শুরু আবাহনীর

স্পোর্টস ডেস্ক: নতুন বছরে, নতুন আরেকটা মৌসুমে শুরু হচ্ছে আবাহনীর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) যাত্রা। গেল বছরের দল থেকে তিন জন ক্রিকেটারকে এবার দলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এ ছাড়া নতুন করে দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার। দায়িত্ব পেয়েই দল গঠন করেছিলেন সাবেক এই ক্রিকেটার।

এবার সবার আগে মাঠের অনুশীলনও শুরু করল আকাশী নীলরা। আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু করে দলটি। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন প্রায় সব খেলোয়াড়ই। হান্নান সরকারের নেতৃত্বে এদিন অনুশীলনে দেখা গিয়েছে মোসাদ্দেক হোসেন, রিপন মন্ডল ও মাহফুজ রাব্বিদের।

অনুশীলন শুরুর দিনেই মাঠে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। গেলবারের দল থেকে এবার খেলছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানারা। এদিকে মোহাম্মদ মিথুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, মেহেরব হোসাইন অহিন, রিপন মন্ডল, আনামুল হককে দলে ভিড়িয়েছিল তারা।

সর্বশেষ আফিফ হোসেনের দল পরিবর্তনে নতুন করে যুক্ত হয়েছেন মুমিনুল হক। এ ছাড়া মেহেদী হাসান, শাহরিয়ার কমল, নাঈমুর রহমান নয়ন, শামসুল অনিকরাও রয়েছেন দলে। ক্রিকেটারদের পাশপাশি দলের ট্রেনার হিসেবে অনুশীলনে দেখা গিয়েছে ইফতেখার ইফতিকে। ফিজিও হিসেবে কাজ করবেন মোসাদ্দেদ সানি।

২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩২

ক্রীড়া ডেস্ক॥

মিরপুরে মাত্র ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারাল স্বাগতিক বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ছয় ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান।

এখন ১০ রানে শান্ত ও ১ রানে হৃদয় অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টাইগার দলনেতা সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফররত ইংল্যান্ড। তাসকিন আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ৬ রানে আউট হন ওপেনার ডেভিড মালান।

আরেক ওপেনার ফিল সল্টের ব্যাট থেকে আসে ২৫ রান। সুবিধা করতে পারেননি দলনেতা জস বাটলারও। ব্যক্তিগত ৫ রানে হাসান মাহমুদের করা বলে বোল্ড হন ইংলিশ দলনেতা জস বাটলার। মেহেদি মিরাজের করা পরের ওভারের শেষ বলে শামীম পাটোয়ারির হাতে ক্যাচ তুলে দেন মঈন আলি। তিনি করেন ১৫ রান।

পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেওয়ার প্রয়াস চালান বেন ডাকেট ও সাম কুরান। কিন্তু কিছুক্ষণ ক্রিজে অবস্থান করলেও খুব একটা সুবিধা করতে পারছিলেন না কেউই। অতপর মিরাজের করা ইনিংসের ১৫তম ওভারে ব্যক্তিগত ১২ রানে ফেরেন কুরান। একই ওভারে শূন্যরানেই আউট হন ক্রিস ওকস। ডাকেট ২৮, রেহান ১১ রান ও আর্চার শূন্যরানে আউট হন। ১ রানে আদিল রশিদ অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে মাত্র ১২ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট নেন চারজন বোলার।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম