আওয়ামী মন্ত্রী এনামুলের ছোঁয়ায় কৃষকের মেয়ে কনিকার রাজকীয় জীবন

স্টাফ রিপোর্টার:
মাগফেরাত মিম কনিকা, বাবা- মরহুম বাবুল মাদবর, মাদবর কান্দি, চরসেনসাস, সখিপুর, শরিয়তপুর। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি।

পাড়াগায়ের কৃষক বাবার একজন সহজ সরল মেয়ে। গত আওয়ামী পিরিয়ডে হঠাৎ করেই আঙুল ফুলে কলা গাছ। তার বিলাসী জীবন যেন, দুবাই শেখদের সন্তানদেরও হার মানায়। বাবা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাওয়ার পর, আলাদীনের চেরাগ পাওয়া তার মেয়ের গ্রামের বাড়ীতে করা দৃস্টি নন্দন বাড়ী পথচারীদের নজর কাড়ে প্রতিনিয়ত।

কোথা থেকে আসে এতো টাকা?

আমাদের অনুসন্ধান টিম তথ্য উপাথ্য সংগ্রহ করতে গিয়ে অবাক করা তথ্যের সন্ধান পেলো। এ যেন কেচো খুড়তে গিয়ে স্বাপ বেড়িয়ে আসলো। তার উত্থানের নেপথ্যে আর কেউ নয়, একজনই ব্যাক্তি, তিনি হলেন সাবেক পানি সম্পদ উপমন্ত্রী, তথাকথিত উন্নয়নের রুপকার একেএম এনামুল হক শামীম।

উন্নয়নতো বটেই। গ্রামের একজন সহজ সরল মেয়ের উন্নয়ন দেখলেই বুঝা যায়। আমাদের অনুসন্ধানী টিম জানতে পারে- মেয়েটি গরীব ঘরের সন্তান হলেও চেহারা সুন্দর হওয়ায় তার বিয়ে হয়েছিল একই এলাকার খোকা বেপারী নামক একজন বংশীয় ছেলের সাথে। মেয়েটির চারিত্রিক সমস্যা থাকায়, বিয়েটি ভেঙ্গে যায়।

বিয়ে ভাঙ্গা মানুষের কাল হলেও মেয়েটির জন্য হয়েছিলো শাপে বর। মেয়েটি ছেলের বিরুদ্ধে নারী নির্যাতন ও দেনমহরের মামলা করে। অতপর মেয়েটি তাদের মুরুব্বি তৎকালীন চেয়ারম্যান জিতু মিয়া বেপারীর দ্বারস্থ হয়। রতনে রতন চিনে বলে একটি কথা আছে। চরিত্রহীন জিতু বেপারী তার গুরু উপমন্ত্রী শামীম সাহেবের কাছে পাঠায় এবং বলে – লিডার একটি মেয়ে পাঠালাম। ওর সমস্যাটি একটু দেখবেন।

যেই কথা সেই কাজ। সেই মামলায় খোকা বেপারী জেলে ঢুকে, আর শামীম সাহেব মেয়েটিকে ঢাকা এসে দেখা করতে বলে। মেয়েটি ঢাকা আসার পর, মিরপুরে একটি বিলাসবহুল বাসা ভাড়া করে দিয়ে, মন্ত্রী মহোদয় সেখানে প্রতিনিয়ত রোমাঞ্চ করতো। পাশাপাশি মন্ত্রীমহোদয়কে দিয়ে বিভিন্ন ধরনের তদবীর করিয়ে বিপুল পরিমান অর্থ বিত্তের মালিক বনে যায়।

মন্ত্রীমহোদয়ের মাধ্যমে গ্রামের সহজ সরল, এরকম আরও অনেক সুন্দরী কনিকা, অঢেল সম্পদের মালিক হয়েছেন বলে জানা যায়।

( চলবে)

সার কেলেঙ্কারির জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা

 

আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি:

সার কেলেঙ্কারির জেরে শরীয়তপুরের জেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের মোল্লার হাটের অবস্হা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনয়ত আতংকের মধ্যে অতিবাহিত করছেন মোল্লার হাটের পাশ্ববর্তী জনগণ।

নসিমন – ৩০ বস্তা সারসহ স্হানীয় জনগন আটক করে। ভিডিও ক্লিপ ও দোকানের সিসিটিভি ফুটেজ দেখে মোটামুটি অনুমান করা যায়। ঘটনাটি কর্তব্যে অবহেলার কারণে সত্য হয়ে দাঁড়িয়েছে। সত্যকে মেনে নিতে পারছেন না।

বিষয়টিকে ধামাচাপা দিয়ে অন্য কোন জটিল ইস্যু তৈরি করে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নতুন কৌশল আঁটছেন নেপথ্যের কুশীলবেরা।

স্হানীয় জনতা বলছেন – এসব কুশীলবকে মদদ দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা এবং তারই সহোদর বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা।

বলাবাহুল্য নির্বাচনকালিন সময়ে সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লার বক্তব্য দিয়ে বর্তমান পরিস্হিতি বিবেচনা করলে তা কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা বিচার্যের বিষয়।

তবে তিনি যে দাম্ভিকতাপূর্ণ আচরণ এবং কঠোর ভাষায় উম্মুক্ত ভাবে স্হানীয় কয়েকটি পরিবারকে ‘ চরম মূল্যের ‘ হুমকি দিয়েছেন সেটি তাঁর বক্তব্যে ই প্রমাণিত হয়েছে । জনসম্মুখে এমন উত্তপ্ত কথাবার্তা বলা একজন জনসেবকের শোভনীয় আচরণ নয়। রাজনৈতিক ভাবে এমন রুঢ় বাস্তবতা এলাকাবাসী দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ করে আসছেন।

সার কেলেঙ্কারির জেরে ২য় বার একদল দূর্বৃত্তরা রক্তক্ষয়ী সংঘর্ষ করার পাঁয়তারা করছেন। এঁরা কারা ? রাম’দা নিয়ে চুপিসারে গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন। পুলিশ দেখে সরে আসছেন। সুযোগ বুঝে – কেল্লাফতে করার অভিপ্রায়ে সময় গুনছেন । কেন এই অভিলাষ ? কাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এমন ঘৃণ্য পলিটিক্সে জড়িয়েছেন তা সময় বলে দেবে।

তদন্ত কমিটির যথাযথ কতৃপক্ষ কালক্ষেপন করছেন কেন ?…. তা বোধগ্ম্য নয় । তবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আদৌ সূষ্ঠ তদন্তের বহিঃপ্রকাশ ঘটবে কিনা ? এমনটি মন্তব্য করেছেন স্হানীয় বুদ্ধিজীবি মহল।

আসলে কোন পক্ষের কতটুকু লাভবান হবেন ? একমাত্র তাঁরাই বলতে পারবেন। তবে নিরীহ জনগন এবং স্হানীয় ব্যবসায়ী যে ক্ষতিগ্রস্ত হবেন তা নিশ্চিত করে বলা যায়।

সারের সর্বসাকুল্যে মূল্য হতে পারে আনুমানিক ৫০,০০০ টাকা। উভয় পক্ষের মূরুব্বীরা আলোচনায় বসে সমাধান করতে পারতেন। কেন উদ্যোগ নিলে এমন সাংঘর্ষিক পরিস্থিতির উদ্ভ হতো না। কেন হলো না তা স্হানীয় নেতারাই বলতে পারবেন।

আমাদের প্রত্যাশা
জীবনে ক্ষমতাই সবকিছু নয় – জনগনের ভালোবাসাও প্রয়োজন রয়েছে । সূষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হোক।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের