ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএসআইএস কারখানার শ্রমিকরা। এ ছাড়া শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে দুই মাহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া ওভারটাইম ও ঈদ বোনাসের টাকাও তারা পাননি। শ্রমিকরা বলেন, এ বিষয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে একাধিকবার অনুরোধ করেছি, কিন্তু তারা সমাধানে কোনো উদ্যোগ নেয়নি।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

 

খাগড়াছড়িতে হিজাব না খোলায় শিক্ষার্থীকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার: 

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এক শিক্ষার্থীকে পরীক্ষার হলে হিজাব খুলে মুখমণ্ডল না দেখানোর কারণে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ঐ শিক্ষার্থীর নাম উম্মে আনজুমান আরা।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর সমাজতত্ত্ব পরীক্ষার দিন এ ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম, কওমি আলেম সমাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জানা গেছে, বহিষ্কৃত ঐ শিক্ষার্থী একজন নারী শিক্ষিকার সম্মুখে মুখমণ্ডল খুলে দেখাতে রাজি হলেও কলেজ কর্তৃপক্ষ পুরুষ পরিদর্শকের সম্মুখেই মুখমণ্ডল খুলতে বলে। পরে শিক্ষার্থী মুখ না দেখানোর কারণে তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার তার নিজ অবস্থানে অটল রয়েছেন।

 

সবা:স:জু- ৩৫৬/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম