ধরাছোঁয়ার বাইরে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের অন্যতম দোসর এ প্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তমিজউদ্দিন সেলিম

নিজস্ব প্রতিবেদকঃ

তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম। কুমিল্লা চৌদ্দগ্রামের অধিবাসী এ প্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই ব্যক্তির ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ার খায়েশ ছিল দীর্ঘদিনের। আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য দীর্ঘ ১০ বছর দলের সন্ত্রাসী গুন্ডা পান্ডাদের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলের কক্ষ সারা বছর বরাদ্দ থাকত তার নামে। সেখানে বসেই চৌদ্দগ্রামের আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে মিটিং করতেন। বিএনপি-জামাতের কাদেরকে গ্রেফতার করতে হবে, কাদের বাড়ি ঘর জ্বালাতে হবে, এ সমস্ত দিক নির্দেশনা দিতেন এলাকার সন্ত্রাসীদের। ২০২৪ এর ৭ জানুয়ারির নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য কয়েক কোটি টাকা ব্যয় করেন। কিন্তু বিধিবাম। আওয়ামী লীগ নমিনেশন দেয় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক কে। মুজিবুল হক নমিনেশন পাওয়ায় তমিজ উদ্দিন সেলিম রাতারাতি মুজিবুল হকের নৌকায় উঠে পড়েন। মুজিবুল হক কে নির্বাচনের জন্য দশ কোটি টাকা দেন। বিনিময়ে উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভাইকে মুজিবুল হককে দিয়ে আওয়ামী লীগের টিকেট পাইয়ে দেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুজিবুল হকের সন্ত্রাসীদের সাথে একযোগে কাজ করার জন্য নিজের সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেন। ২০২৪ এর জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার জন্য নিজস্ব গুণ্ডা বাহিনীকে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে মাঠে নামিয়ে দেন। ৫ ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর মুজিবুল হক নির্বিঘ্নে পালিয়ে গেলেও এই তমিজ উদ্দিন সেলিম এখনো প্রকাশ্যেই রয়েছেন।
তমিজ উদ্দিন সেলিম আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিভাগের সদস্য। যে কারণে শ্রমিকদের সাথেও তার রয়েছে বিপুল নেটওয়ার্ক জুলাই আগস্ট বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালাতে তিনি ঢাকায় বসে শ্রমিকদের ঐক্যবদ্ধ করেন এবং বিপুল পরিমাণে টাকা সরবরাহ করেন বলেও অভিযোগ রযেছে।

প্রশাসনে কারি কারি টাকা দিয়ে স্বাচ্ছন্দেই চলাফেরা করছেন তিনি। সাংবাদিকদের নিউজ করলে মামলা হামলার ভয় দেখান এখনো। কোন সাংবাদিক বক্তব্যের জন্য ফোন করলে তাকে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিদের দিয়ে ফোন করান। এলাকাবাসীর দাবি এই তমিজউদ্দিন সেলিমকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। মুজিবুল হকের সন্ত্রাসী কর্মকান্ড আর লুটপাটের অন্যতম দোসর এই তমিজ উদ্দিন সেলিমকে গ্রেফতার করলেই মুজিবুল হকের কুকর্মের ফিরিস্তি পাওয়া যাবে বলে এলাকাবাসীর বিশ্বাস।এবিষয়ে তার মন্তব্য জানতে বার বার ফোনে যোগাযোগ ও খুদেবার্তা প্রেরন করেও কোন উত্তর পাওয়া যায়নি।

নবীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু

বিপ্লব নিয়োগী তন্ময়,নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

পাঁচ বছরের ছোট্ট শিশু সিজা মনি আার চার বছরের তাকিয়া আক্তার। উভয়ে সম্পর্কে চাচাতো বোন।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে তাদের বাড়ি। আজ ২৭ মার্চ বুধবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশ্ববর্তী একটি ফসলের মাঠে দুই বোন খেলা করছিলো। মাঠের পাশেই ছিলো একটা পুকুর।
দুই বোন খেলার এক পর্যায়ে নামে পুকুরে। পরে দুইজনেই পানিতে ডুবে যায়।ঘটে মর্মান্তিক মৃত্যু। মারা যাওয়া দুই শিশু হলো ওই এলাকার মো. সামির মিয়ার মেয়ে সিজা মুনি (৫) ও আব্দুল আলিম মিয়ার মেয়ে তাকিয়া (৪)।
স্বজনরা জানান, দীর্ঘক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। প্রায় ১ ঘন্টা পর পুকুর থেকে প্রতিবেশীরা দুই চাচাতো বোনের লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে খেলার উপকরণ হিসাবে পুকুরে থাকা কচুরিপানা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায় দুজনেই। অতঃপর ঘটে মর্মান্তিক মৃত্যু।

বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান জিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি