বলির পাঁঠা কে?

মোহাম্মদ মাসুদ :

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে হঠাৎ করেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া ঘিরে প্রশ্ন তোলা হচ্ছে। অথচ এই গ্রেফতারের নির্দেশ এসেছিল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই—প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, আইজিপি এবং ডিএমপি কমিশনারের তরফ থেকে। তাহলে এখন প্রশ্ন ওঠে, বলির পাঁঠা হচ্ছেন কেন একজন সৎ, দক্ষ ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা?

রেজাউল করিম মল্লিক দায়িত্ব নেওয়ার পর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভেঙে পড়া ইউনিটকে নতুনভাবে গুছিয়ে তোলেন। তিনি প্রচারের আলোতে আসেননি, প্রেস ব্রিফিং বা মিডিয়া নাটকের আশ্রয় নেননি। হারুন-যুগের ‘ভাতের হোটেল’ সংস্কৃতির বাইরে থেকে কাজ করেছেন। অথচ এমন একজন কর্মকর্তাকেই সরিয়ে দেওয়া হলো, যাকে পুলিশ বিভাগের অনেকেই জনপ্রিয়, ভদ্র এবং পেশাদার অফিসার হিসেবে চেনেন।

সরকারি উপদেষ্টাদের কেউ কেউ এখন বলছেন, মেঘনা আলমের গ্রেফতার প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ। যদি সত্যিই তা হয়ে থাকে, তাহলে ডিবির সংশ্লিষ্ট ইউনিট বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা যেত। কিন্তু গোটা দায় একজন ইউনিটপ্রধানের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রশ্ন উঠছে—এই সিদ্ধান্ত কি উদ্দেশ্যপ্রণোদিত?

যদি পুলিশের অভ্যন্তরে কর্মঠ, নির্লোভ কর্মকর্তারা এভাবেই বলি হন, তাহলে গোটা বাহিনীর মনোবলই শুধু নয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষার গোড়াতেই ফাটল ধরবে। একজন কর্মকর্তাকে তার কাজের স্বীকৃতির বদলে রাজনৈতিক চাপে সরিয়ে দেওয়া হলে, পরবর্তী অফিসাররা কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, তা ভাববার বিষয়।

এই সিদ্ধান্তটি কেবল একজন ব্যক্তিকে অপদস্থ করার নয়, বরং গোটা প্রশাসনিক শৃঙ্খলার ওপর এক প্রকার প্রশ্নচিহ্ন। তাই আমরা মনে করি, রেজাউল করিম মল্লিকের অপসারণের ঘটনাটি খতিয়ে দেখা উচিত এবং ভবিষ্যতে এমন পদক্ষেপের ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা ও স্বচ্ছতা থাকা বাঞ্ছনীয়।

লেখক :
সম্পাদক ও প্রকাশক
দৈনিক সবুজ বাংলাদেশ

মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ উদ্বোধন

ইসলাম ডেস্ক ॥

সম্প্রতি উদ্বোধন করা হয়েছে মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ। কাজাখস্তানের রাজধানী নুর সুলতানে অবস্থিত মসজিদের নাম ‘নুর সুলতান গ্রান্ড মসক’।

এই মসজিদে একসঙ্গে দুই লাখ ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদটি ১০ হেক্টর ভূমির ওপর প্রতিষ্ঠিত।
মসজিদের আয়তন ৬৮ হাজার স্কয়ার মিটার। মসজিদের মূল গম্বুজের উচ্চতা ৯০ মিটার এবং মিনারগুলোর উচ্চতা ১৩০ মিটার।
কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দীর্ঘ তিন দশক কাজাখস্তানের শাসক ছিলেন। এই মসজিদের ভিত্তিপ্রস্তরও তিনি স্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই পবিত্র শুক্রবার আমরা আমাদের রাজধানীর একটি সুন্দর মসজিদ উদ্বোধন করছি। এটি শুধু আমাদের রাজধানীর বিষয় নয়, এটি আমাদের সব নাগরিকের এবং মুসলিমের। স্বাধীনতা লাভের পর (১৯৯১ সালের পর) আমরা দেশের সব অঞ্চলে মসজিদ খুলে দিয়েছি। আল্লাহ যেন মসজিদগুলোর প্রার্থনা কবুল করেন।

উল্লেখ্য, কাজাখস্তানের এক কোটি ৯০ লাখ মানুষের ভেতর ৭২ শতাংশ মুসলিম। দেশটিতে দুই হাজার তিনশ’টি সরকার অনুমোদিত মসজিদ আছে।

সূত্র : কাজিন ফর্ম ও কাসপিয়ান নিউজ

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম