
স্টাফ রিপোর্টার:
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নিবন্ধনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। রোববার (২০ এপ্রিল) রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার কথা। এ উপলক্ষে এনসিপির নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকটি নির্বাচন কমিশন কার্যালয়ে দুপুর ১২টায় শুরু হয়। এতে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন, এবং তাজনূভা জাবীন।
এদিকে, এনসিপি ৯০ দিন সময় বাড়ানোর জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। বর্তমান নিবন্ধন সময়সীমা ২০ এপ্রিল পর্যন্ত। গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি জানায়, এই দিনটি পর্যন্ত নিবন্ধন আবেদনের সময়সীমা থাকবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, তারা ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে সার্বিক বিষয় বিবেচনা করবে এবং এরপর পরবর্তী পদক্ষেপ নেবে।
এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। গত বছরের ২১ নভেম্বর কমিশন পুনর্গঠনের পর এই প্রথম ইসি পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করছে।
এনসিপির পক্ষ থেকে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য ইসিকে পুনর্গঠনের দাবিও তোলা হয়েছে।