সিইসির সঙ্গে বৈঠকে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার:

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নিবন্ধনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে। রোববার (২০ এপ্রিল) রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার কথা। এ উপলক্ষে এনসিপির নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকটি নির্বাচন কমিশন কার্যালয়ে দুপুর ১২টায় শুরু হয়। এতে নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন, নিবন্ধনের সময়সীমা এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন, এবং তাজনূভা জাবীন।

এদিকে, এনসিপি ৯০ দিন সময় বাড়ানোর জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। বর্তমান নিবন্ধন সময়সীমা ২০ এপ্রিল পর্যন্ত। গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি জানায়, এই দিনটি পর্যন্ত নিবন্ধন আবেদনের সময়সীমা থাকবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, তারা ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে সার্বিক বিষয় বিবেচনা করবে এবং এরপর পরবর্তী পদক্ষেপ নেবে।

এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। গত বছরের ২১ নভেম্বর কমিশন পুনর্গঠনের পর এই প্রথম ইসি পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করছে।

এনসিপির পক্ষ থেকে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য ইসিকে পুনর্গঠনের দাবিও তোলা হয়েছে।

আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় ইইউ: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:

আগামীর জাতীয় নির্বাচন, সংস্কার প্রস্তাবসহ নানা বিষয়ে দেশের রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে আন্তর্জাতিক মহলেও রয়েছে এর আগ্রহ। ভূ-রাজনৈতিক কারণেই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে কাজ করছে দেশের রাজনৈতিক দলগুলোও।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ার প্রস্তাব ও আগামীর নির্বাচনসহ নানা বিষয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকের নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

পরে সংবাদ সম্মেলনে আমীর খসরু জানান, জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়ন। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে স্বস্তি প্রকাশ করেছে।

তিনি বলেন, ‘স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি অনেক সিদ্ধান্ত আছে যেগুলোর জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা জানিয়েছে ইইউ।

বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠায় একমত হওয়ার পাশাপাশি এর জন্য ইইউ অর্থায়ন করতে চায় বলেও জানান বিএনপির এই নেতা।

আমীর খসরু আরও বলেন, ‘শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় ইইউ। নির্বাচিত সরকারকে সাধারণ ঋণ ও অনুদানের বাইরে গিয়েও অর্থায়ন করতে চায়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম