ফ্যাসিবাদী শক্তিকে কোনোভাবেই প্রবেশ করতে দেব না: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা বজায় থাকলেও, ফ্যাসিবাদী শক্তির পুনরাবির্ভাব যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২০ এপ্রিল) খেলাফত মজলিসের সঙ্গে আন্তদলীয় আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এসব কথা বলেন।

আলোচনার মূল বিষয় ছিল—দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ প্রতিরোধ এবং রাজনৈতিক ঐক্য।

নাহিদ বলেন, “বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতায় রয়েছে। আমরা সবাই চাই গণতন্ত্র টিকে থাকুক। কিন্তু কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে ফিরে আসতে দেওয়া যাবে না। এ ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর দীর্ঘদিন আত্মগোপনে থাকা দলটির অনেক নেতাকর্মী এখন রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, সমাবেশের মাধ্যমে তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে এনসিপি আহ্বায়ক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানান।

আলোচনায় আরও জানানো হয়, জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আটটি মূল বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে খেলাফত মজলিস। এর মধ্যে রয়েছে:

মৌলিক সংস্কার শেষে নির্বাচন,

আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন স্থগিতকরণ,

জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি ইত্যাদি।

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, “আমরা বিশ্বাস করি, দেশের স্থিতিশীলতা ফেরাতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একটি মৌলিক সংস্কার অপরিহার্য। তাই ঐকমত্যের ভিত্তিতে আমরা ‘জুলাই সনদ’ প্রণয়নের পক্ষে।”

এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন করে সংলাপ ও ঐক্যের বার্তা উঠে এসেছে, যা ভবিষ্যতের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

 

 

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

স্টাফ রিপোর্টারঃ

নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

শনিবার সকালে সিলেটে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা নিয়েও কথা বলেন সিইসি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসির উদ্দীন বলেন, ‘সময় এলেই দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। সেক্ষেত্রে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কিনা এবং তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তা সময় এলেই দেখা যাবে। তার জন্য কাজ করছে নির্বাচন কমিশন।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি।’

তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সিইসি। তিনি বলেন, ‘অনেকে এক দিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে এক দিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়।’

আগামী নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না জানিয়ে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছে সিইসি। যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে দিয়ে হবে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা অংশ নিতে পারবেন বলেও জানান এ এম এম নাসির উদ্দীন।

 

সবা:স:জু- ৭২৯/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি