তারিখ লোড হচ্ছে...

মাদক কারবারি ১১ জনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ

স্টাফ রিপোর্টার:

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর হাতিরঝিল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি ও চোরসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রাকিবুল হাসান শান্ত (২৮) ২। মোছাঃ খাদিজা বেগম ( ) ৩। মোঃ শামীম (২৫) ৪। জুবায়ের হাসান (২২) ৫। মোঃ ইমরুল খান (২৩) ৬। সোহেল রানা (৩০) ৭। কামরুল ইসলাম (৪০) ৮। সোহেল রানা (৩০) ৯। মোঃ রবিউল হাসান (২২) ১০। মোঃ মোস্তাকিম (২১) ও ১১। মোঃ শাহীন (৩৫)।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ২৫০ গ্রাম গাঁজা, মাদকদ্রব্য বিক্রয়লব্ধ নগদ এক হাজর ৮৪০ টাকা ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (০২ মে ২০২৫ খ্রি.) হাতিরঝিল থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চোর, পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভারতের রাজধানী দিল্লিকে উড়িয়ে দেয়ার হুমকি, জারি হাই এলার্ট

আন্তর্জাতিক ডেস্কঃ

ইমেইল পাওয়ার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গোটা শহর উড়িয়ে দেয়ার হুমকি এসেছে ইমেইলে। এরপরই ভারতের রাজধানীতে হাই এলার্ট জারি করা হয়েছে। খবর নিউজ এইট্টিনের

খবরে বলা হয়েছে, পুরো দিল্লিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উত্তর প্রদেশ পুলিশের কাছে পাঠানো হয়েছে অজ্ঞাত ইমেইল। এরপরই উত্তর প্রদেশ পুলিশ দিল্লির পুলিশকে সতর্ক করে।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের এক কর্মকর্তা জানিয়েছেন, একটি বেনামী ইমেইল এসেছে। এছাড়া তেহরিক-ই-তালেবানের (ইন্ডিয়া সেল) গ্রেফতার হওয়া সদস্যদের থেকেও একই তথ্য পাওয়া গিয়েছে।

উত্তর প্রদেশ পুলিশ উল্লিখিত ইমেইল সম্পর্কে বিশদ বিবরণ দিল্লি পুলিশকে পাঠিয়েছে। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, তা খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

পুলিশের এক কর্মকর্তার দাবি, দিল্লির উপরে জঙ্গিদের নজর সব সময়েই রয়েছে। অন্য নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে হাত মিলিয়ে কাজ করা হচ্ছে।

গত জানুয়ারিতে দিল্লির বিখ্যাত ফুল বাজার গাজিপুর থেকে তাজা বোমা উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছিল।

দিল্লি পুলিশের দাবি, দেশের পাঁচ রাজ্যের নির্বাচনের আগেও ভারতে ভুরি ভুরি বিস্ফোরক পাঠিয়ে অশান্তি তৈরি করতে চাইছিল পাকিস্তান। তবে তাতে তারা সফল হয়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম