স্টাফ রিপোর্টার:
গাজীপুরের জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার রাত ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ১০ বছর বয়সী তানজিলা মারা যায়। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই নিয়ে একই ঘটনায় দগ্ধ ৫ জনের সবাই মারা গেলেন।
এর আগে, রবিবার সকালে ৩৫ বছর বয়সী পারভীন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় মোট পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। শনিবার ২৮ শতাংশ দগ্ধ অবস্থায় এক বছর বয়সী শিশু আয়ান মারা যায়। তার আগে, সোমবার ৯০ শতাংশ দগ্ধ নিয়ে সিমা আক্তার (৩০) এবং মঙ্গলবার ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা (৩০) মারা যান।
গত ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের জয়দেবপুরে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের ওই রাতেই উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.