ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার:

মেহেরপুরের গাংনীতে ডাম্প ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) রাত ১০টায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাংনী পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম শেখের ছেলে মাইক্রোবাসচালক জামাল উদ্দীন (৫০), গাড়াডোব গ্রামের কিবরিয়ার ছেলে ইমারত নির্মাণ শ্রমিক শাহিন আলী (২৮) ও তার ফুফু সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৫৬)।

আহতরা হলেন, উপজেলার গাড়াডোব গ্রামের উলফা খাতুন, ফজিলা খাতুন, গোলাপি খাতুন ও আলতাফ হোসেন।

নিহত শাহিন আলীর চাচাতো ভাই রাকিব হোসেন বলেন, তার দাদি ফজিলা খাতুন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ২ দিন গাংনী হাসপাতালে ভর্তি ছিল। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে একটি মাইক্রোবাসে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি নামকস্থানে রাস্তার পাশে থাকা একটি ডাম্প ট্রাককে সরাসরি ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা সাতজনই গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার ফুফু আক্তার বানু নিহত হন। এছাড়া চালক জামাল ও শাহিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা নিহত হন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মাইক্রোবাস ও ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। সার্বিক বিষয় পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৬ মে) গাংনীর তেরাইল ও কামারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মুনতাসির ও সোহাগ নামের দুজন নিহত হয়েছেন। এ নিয়ে গাংনীতে একই দিনে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে পাঁচজনের।

ইয়াবাসহ গ্রেপ্তার কক্সবাজারের সাবেক ক্রিকেটারের জামিন নামঞ্জুর

মো আলম (সাংবাদিক)কক্সবাজার

ইয়াবাসহ গ্রেপ্তার। কক্সবাজারের সাবেক ক্রিকেটারের জামিন নামঞ্জুর।
৩৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার কক্সবাজারের সাবেক ক্রিকেটার এরশাদুল হকের (৩২) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরার আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দন মৃধা এরশাদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরশাদুলের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করার আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন। গ্রেপ্তার কক্সবাজারের সাবেক ক্রিকেটারের জামিন নামঞ্জুর
ইয়াবাসহ গ্রেপ্তার। কক্সবাজারের সাবেক ক্রিকেটারের জামিন নামঞ্জুর।
৩৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার কক্সবাজারের সাবেক ক্রিকেটার এরশাদুল হকের (৩২) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরার আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দন মৃধা এরশাদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরশাদুলের পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করার আবেদন করেন। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন।
এদিন আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম