আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হলো দিয়ামনি ই-কমিউনিকেশনের ঈদ পুনর্মিলনী ও লোগো উম্মোচন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই-কমিউনিকেশন ,পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী ও লোগো উম্মোচন অনুষ্ঠান। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানে অংশ নেন দুই প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, সম্মানীত বিশিষ্ট অতিথি এবং মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ।
শুক্রবার ২০ জুলাই বিকেলে রাজধানীর মগবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কেক কেটে লোগো উন্মোচন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংগীত শিল্পী রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন, ভার্চুয়ালী অংশ নেন কন্ঠশিল্পী রবি চৌধরী, কৌতুক অভিনেতা শাহীন, দিয়ামনি ই-কমিউনিকেশনের উপদেষ্টা তানিয়া শারমিন ও উপদেষ্টা সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন দিয়ামনি ই-কমিউকেশনের ঢাকার এডমিন শাহীনুর ইসলাম (সাবা), দেওয়ান ইফফাত আহমেদ শশী, শ্যামা খন্দকার, ফারহানা আদর, মোঃ ইকরামুল হক ভূঁইয়া, শওকত হাসান মাসুম, দায়ান দায়েম, হ্রদয় আহমেদ, খুলনার এডমিন মুক্তা জামান, সাভারের মডারেটর শাম্মি আক্তার, মুক্তা খন্দকার, গাজীপুরের মডারেটর উর্মি শিমুল,ব্র্যান্ড প্রমোটর জোবায়দা ইসলাম রুমা প্রমূখ।
দিয়ামনি ই-কমিউনিকেশন এবং পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব ও সংগঠনের সাধারন সম্পাদক সেলিম মাহমুদ নতুন অতিথিদের আন্তরিকভাবে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরেন। তেয়ারম্যান বলেন,দিয়ামনি ই-কমিউনিকেশন নাটক প্রযোজনা, সুন্দরী প্রতিযোগিতা, অ্যাওয়ার্ড অনুষ্ঠানসহ সমাজসেবা মূলক নানা কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আমরা চাই তরুণদের সৃজনশীলতাকে প্ল্যাটফর্ম দিতে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডিয়া অঙ্গনের পরিচিত মডেল ও অভিনেত্রীগণ ও ব্র্যান্ড প্রমোটররা, যারা বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। অতিথিদের সম্মানে দিয়ামনি ই-কমিউনিকেশনের পক্ষ থেকে সকল সম্মানীত অতিথিদেরকে এডমিন ও মডারেটর প্যানেল থেকে জানানো হয় ফুলের শুভেচ্ছা।এই ধরনের অনুষ্ঠান আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে সদস্যদের মাঝে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয় এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা যায়। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে একসাথে মিলনভোজের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার:
.
১১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির সভাপতি হয়েছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান সরদার (মিলন) ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সৃজনশীল প্রকাশনা শিল্প দেশের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের অন্যতম বাহক। জাতির মননশীলতা ও সাংস্কৃতিক উন্নয়নে শিল্পটি অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কারণে এ শিল্প প্রত্যাশিত মাত্রায় বিকশিত হতে পারেনি। সৃজনশীল প্রকাশনা খাতের টেকসই উন্নয়ন দেশের শিক্ষা, সংস্কৃতি ও চিন্তার বৈচিত্র্যকে প্রভাবিত করে। প্রকাশনাশিল্পের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি প্রকাশকদের দীর্ঘদিনের বৈষম্যরোধে এ কমিটি গঠন করা হয়েছে।
সমিতির অপর সদস্যরা হলেন – ইকবাল হোসেন সানু, প্রকাশক : লাবনী, মো. মনিরুল হক, প্রকাশক : অনন্যা, ইসমাইল হোসেন বকুল, প্রকাশক : এশিয়া পাবলিকেশন্স, মো. আমিনুর রহমান, প্রকাশক : প্রান্ত প্রকাশন, মামুন অর রশিদ, প্রকাশক : বর্ণমালা, মো. মহসিন (রুবেল), প্রকাশক : মেরিট ফেয়ার প্রকাশন, এস. এম. মহিউদ্দিন কলি, প্রকাশক : কলি প্রকাশনী, মোরশেদুল আলম হৃদয়, প্রকাশক : বাবুই প্রকাশনী, এইচ. এম. আলমগীর রহমান, প্রকাশক : কালিকলম প্রকাশনা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি