নুরজাহান গ্রুপের ভেজাল তেল সরাতে হচ্ছে বাজার থেকে, জেলে যেতে হবে এমডি রতনকে

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) করা মামলায় নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহম্মদ রতনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে আড়াই লাখ টাকার অর্থদণ্ড ও এক সপ্তাহের মধ্যে জাসমিন ব্রান্ডের সয়াবিন তেল বাজার থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহম্মদ রতনের বিরুদ্ধে ৪ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ও ভেজাল পণ্য বাজারজাত করার গুরুতর অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিএসটিআই’র আইনজীবী ও প্রসিকিউটর মো. আশ্রাফ উদ্দিন খোন্দকার বলেন, জাসমিন সুপার অয়েল লিমিটেডের ফার্টিফাইড পাম অয়েলের নমুনা পরীক্ষায় ভিটামিন ‘এ’পাওয়া যায়নি। তাই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জহির আহাম্মদ রতনকে আড়াই লাখ টাকা জরিমানা, ১ মাসের কারাদণ্ড এবং অনাদায়ে ১৫ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
তিনি আরও বলেন, এছাড়া এক সপ্তাহের মধ্যে জাসমিন ব্রান্ডের সয়াবিন তেল বাজার থেকে প্রত্যাহার করার আদেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর নুরজাহান গ্রুপের আওতাধীন জাসমিন সুপার অয়েলের পাহাড়তলীর কারখানা থেকে সার্ভিল্যান্সের মাধ্যমে সংগৃহীত ফার্টিফাইড পাম অলিনের নমুনা পরীক্ষায় ভিটামিন ‘এ’ পায়নি বিএসটিআই। এছাড়া সরকারি আইন অমান্য করে সঠিক মাত্রায় ভিটামিন এ সংযোজন না করে ফার্টিফাইড পাম অলিন বিক্রয়-বিতরণ ও বাজারজাত অব্যাহত রাখায় মামলা করে বিএসটিআই।

ঢাবি সাদা দলের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানালো জবি সাদা দল

উম্মে রাহনুমা ,জবি প্রতিনিধি

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দলের নবনির্বাচিত নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাদা দল।

রবিবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে জবি সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দিন ঢাবি সাদা দলের নতুন কমিটির সাফল্য কামনা করেছেন।

ঢাবি সাদা দলের নতুন নেতৃত্বে আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার।

জবি সাদা দল তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে, ড. মোর্শেদ হাসান খান এর আগেও অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাদা দলের নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে জবি সাদা দল মনে করে, এই কমিটি ন্যায়ের পক্ষে এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জবি সাদা দলের অভিনন্দন বার্তা বিবৃতিতে জবি সাদা দল জানায়, “আমরা গর্বিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সাদা দলের নেতৃত্বে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিরা নির্বাচিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে আরও বলা হয়, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের অমূল্য ঐতিহ্য রক্ষা এবং শিক্ষকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় উদাহরণ সৃষ্টি করবে।”

জবি সাদা দল ঢাবি সাদা দলের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সামনের দিনগুলোতে আরও শক্তিশালী ভূমিকা পালনের আশা ব্যক্ত করেছে। নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে তারা একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

 

সবা:স:জু- ৬৪৮/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম