অপমান সইতে না পেরে বুড়িচংয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

। বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে নাছরিন আক্তার রুপা(১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। (৫ অক্টোবর ২০২২) বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত নাছরিন আক্তার রুপা শংকুচাইল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল।

নিহত নাছরিন আক্তার রুপা’র বাবা আব্দুল মালেক জানান,পিতৃসম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই সৈয়দ আলীর দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল।তাদের এ বিরোধের জেরে সমাধানের লক্ষ্যে গ্রাম্য সালিশ বসে। সেখানে মেয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে অপমানমূলক কথাবার্তা তুলে চাচা সৈয়দ আলী। গত বুধবার সকালে রুপার বাবা আব্দুল মালেক তার কর্মস্থলে চলে যাওয়ার পর বাড়িতে স্ত্রী,ছেলে-মেয়ের সাথে সৈয়দ আলীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে চাচা সৈয়দ আলীসহ স্ত্রী, মেয়ে রুপাকে বেশ্যা বলে গালি দেয় এবং অপমানমূলক কথাবার্তা বলে। এ মানসিক আঘাত সইতে না পেরে ওই দিন বিকেল ৩টার সময় পরিবারের অজান্তে আব্দুল মালেকের পূর্ব ভিটার ঘরের ভিতরে দরজা বন্ধ করে তীরের সাথে সাদা উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার মা-ভাই ও স্থানীয়রা দরজা ভেঙে রুপাকে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। খবর পেয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমানের নির্দেশনায় এসআই আব্দুল জব্বার কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থলে গিয়ে নিহত রুপার চাচা ও তার পরিবারকে পাওয়া যায়নি বলে পুলিশ জানান। বাড়িতে এসে মেয়ে লাশ দেখে বাবা আব্দুল মালেক অসুস্থ হয়ে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বৃহস্পতিবার সকাল ১১টার সময় সরেজমিনে গিয়ে সৈয়দ আলীর পরিবারের কাউকে পাওয়া যায়নি এবং বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার ও গ্রামের জলিল সর্দার দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকা -র প্রতিনিধিকে জানান, আত্মহত্যার বিষয়টি শুনেছি। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে পারিনি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি মারুফ রহমান কলেজ ছাত্রী নাছরিন আক্তার রুপার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন,থানাতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে আত্মহত্যা কি কারণে করেছে তা সঠিক কারণ জানা যায়নি।

সড়ক দুর্ঘটনায় দৈনিক যুগান্তর সাংবাদিক ও কলেজ পড়ুয়া কন্যা গুরুতর আহত

স্টাফ রিপোর্টারঃ

গত ৩০ জানুয়ারি চৌদ্দগ্রাম উপজেলা মিয়াবাজার ফুড প্যালেস হোটেলের সামনে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে সোমবার সন্দ্ব্যায় লালমাই থেকে চৌদ্দগ্রাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের মুখোমুখি হয়ে দৈনিক যুগান্তর লালমাই প্রতিনিধি আবুল কালাম মজুমদার ও উনার বড় মেয়ে কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন্জিনিয়ার পড়ুয়া ছাত্রী উম্মে হানী মজুমদার সুকেতা, (২০) অন্য প্রাইভেট কারের আরোহী শাহানাজ আক্তার লাভলী নামে জনৈক ব্যক্তি যিনি অধ্যক্ষ কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ সবাই মারাত্মকভাবে আহত হন।

জানা যায় মহাসড়কে রাতে রাস্তার সংস্কারের জন্য একদিকের গাড়ি চলাচল বন্ধ হওয়ার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে গিয়ে বিকল্প রাস্তা দিয়ে আসা প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় সাংবাদিক আবুল কালাম মজুমদার নিজেই গাড়ি চালাচ্ছিলেন। দূর্ঘটনার পরপর আবুল কালাম মজুমদার ও তাঁর মেয়ে কে মিয়াবাজার ফেমাস হসপিটালে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয় এবং অর্থপোডিক সার্জারী বিশেষজ্ঞ আব্দুল হকের চিকিৎসাধীন রয়েছে এবং প্রাথমিক অপারেশন করা হয় এবং আগামী ২/১ দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পংগু হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানা যায়। অন্য দিকে শাহানাজ আক্তার লাভলী বর্তমানে ঢাকা গ্রীণ রোডে সেন্টাল হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ লোকমান হোসেন কে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করা হয়। বর্তমানে দুটি প্রাইভেট কার থানা হেফাজতে আছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের