
মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়ার কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার উপজেলার খোশবাস উঃ ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মরয়ম বসঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া যায় বরুড়া থানায় লিখিত অভিযোগকারী নারায়ণপুরের বাসিন্দা মোঃ রফিকের স্ত্রী মরিয়ম বিবি (৪৪) বলেন ১লা জুলাই আনুমানিক দুপুর একটায়, অভিযোগ কারীর নিজ বসত ঘরে মৃত সুন্দর আলীর ছেলে মোঃ মাইনুদ্দীন ও মোঃ রবিউল হামলা করে ঘরের টিনের বেড়া কুপিয়ে পিটিয়ে ভাংচুর করে অনুমান বিশ হাজার টাকা ক্ষয়ক্ষতি করে।
এ সময় অভিযোগকারীর মেয়ে আজরিনা আক্তার বাধা দিলে তাকেও ব্যাপক মারধর করে আহত করে এবং জোরপূর্বক ঘরে ঢুকে ঘরে থাকা ট্রাংক ভেঙ্গে নগদ এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
এদিকে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে চিকিৎসা সেবা গ্রহন পেরণ করে , পরে এবিষয়ে বরুড়া থানা উপস্থিত হয়ে অভিযোগ করেন মরিয়ম বিবি যাহার এসডিয়ার নাং-২০৮৬।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য পুতুল বেগম বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতি জানান মরিয়ম বেগম তার বাবা জীবিত থাকতেই এখানে বসবাস করে আসছেন, মরিয় বিবি অত্যান্ত ভালো মেয়ে।
এলাকা বাসি আরও বলেন এ মরিয়ম বিবি বসতঘর সহ তার উপরে কয়েক বার হামলা ও ভাঙচুর করা হয়। নারায়ণপুর এলাকায় স্থানীয়দের কাছে আরও জানা যায় হামলাকারীরা দুষ্ট ধরনের মানুষ, তারা এলাকার মানুষের কথা শুনেনা তাই বাধ্য হয়েই থানা অভিযোগ করেছি আমি যেন ন্যায় বিচার পাই এমন প্রত্যাশাই করছেন মরিয়ম বিবি ।