আজ সাংবাদিক লাবলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

আজ সাংবাদিক লাবলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ছয় বছর আগে ২০১৯ সালের ৮ জুলাই রাত সাড়ে ১০টায় তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সবাইকে কাঁদিয়ে ৫২ বছর বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া বরেণ্য এ সাংবাদিক দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন।

সাংবাদিক লাবলুর ছোট ভাই আবাদুজ্জামান শিমুল বলেন, লাবলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফেরাত কামনা করে পারিবারিকভাবে দোয়া করা হবে।

বহুগুণের অধিকারী আখতারুজ্জামান লাবলু স্বল্প সময়ে নিজেকে একজন সফল সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এর বাইরে নিজের সারাজীবন ব্যয় করেছেন সাংবাদিকদের কল্যাণে। একজন দক্ষ সংগঠক হিসেবে অপরাধ বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ক্র্যাব গঠনেও তার ভূমিকা ছিল অন্যতম। যেকোনো মানুষের বিপদে সাধ্যমতো তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়ার মানসিকতা ছিল লাবলুর অন্যতম গুণ।

আখতারুজ্জামান লাবলু সাংবাদিকতার শুরুতে দৈনিক কিষান পত্রিকায় কাজ শুরু করেন। ২০০৪ সালে স্টাফ রিপোর্টার হিসেবে ভোরের কাগজে যোগ দেন। এরপর প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে ভোরের কাগজের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব নেন। মৃত্যুর আগ পর্যন্ত এ পদেই ছিলেন তিনি।

লাবলু ৮০’র দশকের শেষদিকে দৈনিক কৃষান পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় শুরু করেন। এরপর দৈনিক সমাচার ও অনলাইন পোর্টাল বিএনএসে (বাংলাদেশ নিউজ সার্ভিস) কাজ করেছিলেন। লাবলু অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) একাধিকবার সভাপতি নির্বাচিত হন।

 

৬ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

 

বিপ্লব নিয়োগী তন্ময়ঃ নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

শহীদ মুক্তিযোদ্ধার ভূয়া সন্তান সেজে ভাতা উত্তোলন, এই শিরোনামে সংবাদ প্রকাশের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ৬ সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নবীনগর পৌরসভার মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন।
যাদের নামে মামলা হয়েছে তারা হলেন, মাহাবুব আলম লিটন (দৈনিক সমকাল), আলহাজ্ব মোহাম্মদ জ. ই বুলবুল (সিনিয়র সাংবাদিক ও লেখক),এশিয়ান টিভি ও দেশরুপান্তর। এবং
সহ-সভাপতি নবীনগর প্রেসক্লাব।
সাবিনা ইয়াসমিন পুতুল (দৈনিক ভোরের সময়),
মোঃ বাবুল (দৈনিক আমার সংবাদ),মমিনুল হক রুবেল (দৈনিক স্বাধীন বাংলা), মোঃ সফর মিয়া (দৈনিক বর্তমান)।

নবীনগর প্রেসক্লাবের দুই সদস্যসহ ৬ সংবাদকর্মীর নামে মামলা দায়ের কেউই মেনে নিতে পারছে না এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবিতে সোচ্চার হচ্ছেন জেলা ও উপজেলার সংবাদ কর্মীরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম