ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি সৈয়দ আখতারুজ্জামান সিদ্দিকী লাবলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ছয় বছর আগে ২০১৯ সালের ৮ জুলাই রাত সাড়ে ১০টায় তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সবাইকে কাঁদিয়ে ৫২ বছর বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া বরেণ্য এ সাংবাদিক দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন।
সাংবাদিক লাবলুর ছোট ভাই আবাদুজ্জামান শিমুল বলেন, লাবলুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার রুহের মাগফেরাত কামনা করে পারিবারিকভাবে দোয়া করা হবে।
বহুগুণের অধিকারী আখতারুজ্জামান লাবলু স্বল্প সময়ে নিজেকে একজন সফল সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এর বাইরে নিজের সারাজীবন ব্যয় করেছেন সাংবাদিকদের কল্যাণে। একজন দক্ষ সংগঠক হিসেবে অপরাধ বিষয়ক প্রতিবেদকদের সংগঠন ক্র্যাব গঠনেও তার ভূমিকা ছিল অন্যতম। যেকোনো মানুষের বিপদে সাধ্যমতো তাৎক্ষণিক ঝাঁপিয়ে পড়ার মানসিকতা ছিল লাবলুর অন্যতম গুণ।
আখতারুজ্জামান লাবলু সাংবাদিকতার শুরুতে দৈনিক কিষান পত্রিকায় কাজ শুরু করেন। ২০০৪ সালে স্টাফ রিপোর্টার হিসেবে ভোরের কাগজে যোগ দেন। এরপর প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে ভোরের কাগজের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব নেন। মৃত্যুর আগ পর্যন্ত এ পদেই ছিলেন তিনি।
লাবলু ৮০’র দশকের শেষদিকে দৈনিক কৃষান পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় শুরু করেন। এরপর দৈনিক সমাচার ও অনলাইন পোর্টাল বিএনএসে (বাংলাদেশ নিউজ সার্ভিস) কাজ করেছিলেন। লাবলু অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) একাধিকবার সভাপতি নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.