কিশোর গ্যাং অনলাইন প্রতারকচক্রের ১২ সদস্য আটক

জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুর থেকে কিশোর গ্যাং অনলাইন প্রতারক চক্রের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৯ জুলাই) ভোর ৫টায় উপজেলার বিড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১৬টি এন্ড্রয়েড মোবাইল ১২টি বাটন মোবাইল, ৩০টি সিম, পাঁচ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি দল ডিন মারিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ জন কিশোরকে আটক করা। এই গ্যাংয়ের সদস্যরা ইমো অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিয়মিত মাদক সেবনেও লিপ্ত ছিল।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে ছেলে ও মেয়ে কণ্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক গড়তো। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার ও মাদকসেবনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল। আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক জানান, আটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দুই মরদেহ উদ্ধার চলছে শোকের মাতম

দুই মরদেহ উদ্ধার চলছে শোকের মাতম

নোয়াখালী সংবাদদাতা:

রাজধানীর মৌচাকে একটি মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা গাড়ি থেকে দুই মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতদের বাড়ি নোয়াখালীর চাটখিলে চলছে শোকের মাতম। নিহতদের মধ্যে গাড়িচালক জাকির হোসেন (২৬) চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের বাসিন্দা। অপরজন তার সহযোগী মো. মিজান (৩৮)। তিনিও একই উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাফিজের ছেলে।

গাড়িটির মালিক জোবায়ের আল মাহমুদ সৌরভ জাগো নিউজকে বলেন, রোববার (১০ আগস্ট) তারাসহ আমি ঢাকায় যাই। মৌচাক থেকে নোয়াখালীর একটি ভাড়া পেয়ে মিজানকে নিয়ে চালক জাকির ওই হাসপাতালে যান। কিন্তু দুইদিনেও তাদের কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরে পুলিশ ফোন দিলে বিষয়টি জানতে পারি। চাটখিলের রামনারায়নপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. মোবারক উল্লাহ জাগো নিউজকে বলেন, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার বড় মিজান একসময় ড্রেজার-পানির মেশিন চালিয়ে ও মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতো। গত কয়েক মাস থেকে সে চালক জাকিরের সঙ্গে থেকে গাড়ি চালানো শিখছিল।

তিনি আরও বলেন, মিজানের এক ভগ্নিপতি ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবরে তার জন্য ডাব নিয়ে জাকিরের সঙ্গে ঢাকায় যান। পরে পুলিশের মাধ্যমে তাদের মৃত্যুর সংবাদ শুনতে পাই। নিহত দুজনের বাড়িতে চলছে শোকের মাতম। আমরা তাদের মৃত্যুর সঠিক রহস্য উদ্ঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। পুলিশের রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি