জামায়াত আমিরের প্রতি সহানুভূতি প্রকাশ করায় ড. ইউনূসকে ধন্যবাদ

ডেস্ক রিপোর্ট:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। ২০শে জুলাই, রবিবার, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন যে, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের সভামঞ্চে অসুস্থ হয়ে পড়ার পর প্রধান উপদেষ্টা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। ডা. শফিকুর রহমান এই সহমর্মিতাকে ‘স্মরণীয়’ বলে অভিহিত করেছে

ন।

অসুস্থতার সময় খোঁজখবর নেওয়ায় অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিও কৃতজ্ঞতা
এছাড়া, আরেকটি পৃথক পোস্টে জামায়াত আমির আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, তার অসুস্থতার খবর পেয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের বহু গণ্যমান্য ব্যক্তি তার খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন। হাসপাতালে স্বল্প সময় অবস্থানকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাৎ করেন।

ডা. শফিকুর রহমান আরও জানান, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, খেলাফত আন্দোলন, এনসিপি, জমিয়তে ওলামায়ে ইসলামসহ বিভিন্ন ইসলামী ও জাতীয় নেতৃবৃন্দও তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির এক পর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। এর কিছুক্ষণ পরই তিনি উঠে কথা বলেন এবং পরে সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়।

মেঘনায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ১০ দফা দাবীতে ইউনিয়ন বিএনপির পথযাত্রা

মেঘনা (কুমিল্লা)  প্রতিনিধিঃ
কুমিল্লা মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মিছিল করতে দেখা যায়।
১১ই ফেব্রুয়ারী শনিবার বিকেল ৩ ঘটিকায় চরপাথালিয়া ওয়াল্টন মোড় থেকে বিএনপির ইউনিয়ন নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল মিছিল নিয়ে বের হয়। মিছিলটি সেন নগর বাজারে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা,  ১০ দফার দাবি নিয়ে বর্তমান সরকারের তীব্র প্রতিবাদ জানান।
গোবিন্দপুর  ইউনিয়ন পথযাত্রা ও মিছিলের নেতৃত্ব দেন মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব, আজহারুল হক শাহীন, কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সাধারন সাধারন সম্পাদক, মেঘনা উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন।
অন্যান্যদের মধ্যে মিছিলে অংশ গ্রহণ করেন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বসির আহমেদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সদস্য আক্তারুজ্জামান কাজল সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লোদী, জামাল খান সহ ইউনিয়নের সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম