
স্টাফ রিপোর্টার ::
প্রফেসর ডাঃ জাহানারা আলাউদ্দিন পেলেন এবারের প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল ২০২৫
সম্প্রতি কক্সবাজারের হোটেলে সীগালে অনুষ্ঠিত হলো এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশ (এপিএসবি) এর ১২তম জাতীয় সম্মেলন । এই সম্মেলনে বিভিন্ন সেশনে দেশের খ্যাতনামা শিশু সার্জনগণ অংশগ্রহণ করেন । সম্মেলনে প্রতি বছর বিশিষ্ট একজন শিশু সার্জনকে প্রফেসর কাজী কামরুজ্জামান বেস্ট পেডিয়াট্রিক সার্জন গোল্ড মেডেল’ প্রদান করা হয়। এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জন্স অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ,একুশে পদকপ্রাপ্ত , ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট-এর চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান-এর নামে এই পদকটি প্রদান করা হয়ে থাকে। এবছর এই পদকটি পেলেন প্রফেসর ডাঃ জাহানারা আলাউদ্দিন , বর্তমানে শিশু হাসপাতালে শিশু এনেস্থিসিয়া বিভাগের প্রধান হিসাবে মূল দায়িত্ব পালন করছেন । শিশু সার্জরীর সুচনালগ্ন থেকেই দীর্ঘদিন ধরে এখানে কর্মরত আছেন।
প্রধান অতিথি ছিলেন সায়েদুর রহমান (স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী),বিশেষ অতিথি ছিলেন মো: সাইদুর রহমান (সচিব, স্বাস্থ্য), ডা: মো: সওয়ার বারী (সচিব হেলথ এডুকেশন এবং ফ্যামেলী ওয়েলফেয়ার), প্রফেসর মোহাম্মাদ সাইফুল ইসলাম (সভাপতি ,বিএম্রএন্ডডিসি),প্রফেসার ডা: নাজমুল হোসেন (পরিচালক, ডিজিএমই), প্রফেসর ডা: মো: আবু জাফর