
খাগড়াছড়ি সংবাদদাতা:
খাগড়াছড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়নের বড়পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলা সদরের বড় পাড়া এলাকার বাসিন্দা পঙ্কজ ত্রিপুরা (৫০) ও একই এলাকার উপেন ত্রিপুরা (৩০)। এ ঘটনায় নিহত পঙ্কজ ত্রিপুরার মেয়ে চন্দ্র রানী ত্রিপুরা (২৪) আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বিকালে বড়পাড়া এলাকার রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের সার্ভিস তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই উপেন ত্রিপুরার মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় পঙ্কজ ত্রিপুরা ও চন্দ্র রানী ত্রিপুরাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পঙ্কজ ত্রিপিরাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত চন্দ্ররাণী ত্রিপুরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, আমরা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।
দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের তার ঝুলে ছিল। বিষয়টি একাধিকবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
স্থানীয়রা জানায়, বিকেলে রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই উপেন ত্রিপুরার মৃত্যু হয়। পরে পঙ্কজ ত্রিপুরাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।