ঢাকায় বৃষ্টি, জ্বলাবদ্ধতায় দুর্ভোগে সাধারণ মানুষ

ঢাকায় বৃষ্টি, জ্বলাবদ্ধতায় দুর্ভোগে সাধারণ মানুষ

ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকায় রোববার (২৮ জুলাই) সন্ধ্যার পর থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। কখনো হালকা, কখনো মাঝারি ধরনের এই বৃষ্টিপাতে বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে জ্বলাবদ্ধতা। লাগাতার এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

রোববার রাতে সরেজমিনে, রাজধানীর শান্তিনগর, মালিবাগ, মধুবাগম, মগবাজার, ওয়ারলেস ঘুরে দেখা গেছে এসব এলাকার অনেক সড়কে পানি জমে আছে। কোথাও কোথাও যানজট ও অটোরিকশার জটলা বেঁধে আছে। ওয়ারলেস মোড়ে কথা হয় অফিস ফেরত রাইসুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, মহাখালী থেকে আসছিলাম বাসে করে। নেমে আর বাসায় যাওয়ার রিকশা পাই না। বৃষ্টি হলেই রিকশাওয়ালারা ভাড়া দ্বিগুণ করে ফেলে। এদিকে, হেটেও যাওয়ার মতো পরিস্থিতি নেই।

রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে কথা হয় ব্যবসায়ী আলী আহমদের সঙ্গে। তিনি বলেন, দিনভর বৃষ্টি ছিল না। এখন শুরু হয়ে আবার থামছে না। দোকান বন্ধ করে বাসায় ফিরছি, কিন্ত রাস্তায় পানি জমে গেছে। এই এলাকায় সবসময় আধাঘন্টার বেশি বৃষ্টি হলেই, পানি জমে যায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির এই ধারা আগামী এক-দুইদিন অব্যাহত থাকতে পারে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৯টার পরেও বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি সোমবারও (২৮ জুলাই) থাকবে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা থেকে রোববার (২৭ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।

রোববার সন্ধায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার (২৮ জুলাই) খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও বাকী ৬ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে, বুধবার (৩০ জুলাই) থেকে দেশে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় ঢাকাতেও বৃষ্টি কমতে পারে।

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট:

দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি