আন্তর্জাতিক ডেস্ক:
ক্ষিণ-পশ্চিম জার্মানিতে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত এবং আরো অনেকে গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ।
স্টুটগার্ট শহরের পুলিশ জানিয়েছে, ফ্রান্স ও সুইজারল্যান্ড সীমান্তবর্তী জার্মানির রিডলিঙ্গেন এবং মুন্ডারকিঙ্গেন শহরের মধ্যবর্তী এলাকায় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। ওই ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-এর একটি ছবিতে দেখা গেছে, বগিগুলো অক্ষত থাকলেও একে অপরের ওপর ভাঁজ হয়ে উল্টে আছে। জার্মানির জাতীয় রেল সংস্থা ডয়চে বান এক বিবৃতিতে বলেছে, ট্রেন দুর্ঘটনায় ‘অনেকে আহত’ হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ কী- তা স্পষ্ট নয়। তদন্তে কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.