কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ফরিদপুর সংবাদদাতা:

ফরিদপুরে কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য আঞ্জুমান আরা বেগমকে (৫৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে মঙ্গলবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া আঞ্জুমান আরা বেগম কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি নগরকান্দা উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। এছাড়াও তিনি নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন ডিএমপির ডিবির একটি টিম মহিলা লীগের কেন্দ্রীয় ওই নেত্রী আঞ্জুমান আরাকে গ্রেপ্তার করেছে। আমরা ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। তাকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। তিনি আরও বলেন এখন কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিংবা তার বিরুদ্ধে নতুন করে কোনো মামলা হবে কিনা এটা ডিএমপির ডিবি বলতে পারবে।

নালিতাবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জায়েদ মাহমুদ রিজন,নালিতাবাড়ী(শেরপুর):

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় দেশজুড়ে যেমন প্রতিবাদের ঝড় উঠেছে, তেমনি নালিতাবাড়ীতেও এর তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

সোমবার, ৬ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান, স্থানীয় আলেম-ওলামা এবং বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

গড়কান্দা জামে মসজিদের ইমাম ও মুহতামিম মাহমুদুল হাসান বলেন, পবিত্র কুরআন মানবজাতির আলোর দিশারী। এর অবমাননা মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত হানে। যারা এমন কাজ করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, সরকারের উচিত এই ঘটনার নেপথ্যের ইন্ধনদাতাদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান বলেন, অপূর্ব পাল যে কুরআন অবমাননা করেছে, তা গোটা মুসলিম সমাজের প্রতি চরম অবমাননাকর আচরণ। বারবার এমন ঘটনা ঘটার অন্যতম কারণ হচ্ছে এ বিষয়ে কঠোর আইন না থাকা। তিনি বলেন, ধর্ম অবমাননার বিরুদ্ধে দ্রুত কঠোর আইন প্রণয়ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আবু বক্কর বলেন, অতীতেও বাংলাদেশে কুরআন অবমাননার বহু ঘটনা ঘটেছে। কিন্তু অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা আবারও ঘটছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান, যেন কুরআনের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং ধর্ম অবমাননা ঠেকাতে কার্যকর আইন প্রণয়ন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুর রহমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইসলামী যুব আন্দোলনের নেতা মাহাদী হাসান সিদ্দিকী। এ সময় আরও বক্তব্য রাখেন কালিনগর বাইপাস মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরশাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মোমেন এবং সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জল।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গড়কান্দা থেকে শুরু হয়ে ভোগাই ব্রিজে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ‘আল-কুরআনের অপমান, সইবে না রে মুসলমান’, ‘কুরআন অবমাননাকারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই— অপূর্বের ফাঁসি চাই’।

উল্লেখ্য, ৪ অক্টোবর অপূর্ব পালের কুরআন অবমাননার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। পরে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ৫ অক্টোবর সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম