দেবিদ্বারে অজ্ঞাত নবজাতক শিশু উদ্ধার; দায়িত্ব নিলেন মানবিক ওসি আরিফুর রহমান

সোহাগ আরেফিন॥
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৬নং মোহপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ড ভৈষরকোট ভূঁইয়া বাড়ির পাশে নির্জন সবজি জমি থেকে সিঙ্গাপুর প্রবাসী তাজুল ইসলাম এর স্ত্রী অজ্ঞাত আহত এক ছেলে শিশুকে দেখতে পেয়ে দেবিদ্বার থানা পুলিশকে খবর দেয়।
পরে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান কুমিল্লা জেলা পুলিশ সুপার এর নির্দেশে স্থানীয় তুহিন মেম্বার এর সহায়তায় পুলিশ উপ-পরিদর্শক সোহরাব হোসেন ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক শামসু এবং কন্সটেবল মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানে একটি ক্যাবিন এর ব্যবস্থা করে শিশুটির চিকিৎসা শুরু করে এবং চিকিৎসা খরচ এর দায়ভার গ্রহণ করেন।
পরে নবজাতক শিশুটির জন্য প্রয়োজনীয় ফিডার, ডায়পার, ওয়েট টিস্যু, দুধ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
এসময় ওসি আরিফুর রহমান বলেন, শিশুটি অনেকটা সময় পরিত্যক্ত সবজি জমিতে পড়ে থাকার ফলে শিশুটিকে পোকামাকড় কামড়িয়ে জখমী করে ফেলে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করতে সক্ষম হয়েছি। শিশুটির আসল পরিচয় খুঁজে বেড় করার চেষ্টা চালানো হচ্ছে।

কুমিল্লায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

কুমিল্লায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

কুমিল্লা প্রতিনিধি:

বৈরি আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছে জেলার স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ৩ ঘণ্টাব্যাপী জেলার সিভিল সার্জন কার্যালয়ের সামনে ১৪ তম গ্রেড প্রদান, বেতন স্কেল ১১ তম গ্রেডে উন্নীতকরণ, ধারাবাহিকভাবে পদোন্নতির উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ ৬ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার ১৭টি উপজেলার কয়েকশ’ স্বাস্থ্য সহকারীরা।

এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য সচিব মোজাম্মেল হক, কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার সাধারণ সম্পাদক রাজীব হোসেন, সহ-সভাপতি সৈয়দ ফয়েজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, মো. শহিদুল্লাহ চৌধুরীসহ নেতৃবৃন্দরা।

বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিরোধ যোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছি আমরা।

দাবি বাস্তবায়ন না করা হলে পরে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম