চীন বাংলাদেশ পাকিস্তান উদ্যোগ কোনো পক্ষবিরোধী জোট নয়

চীন বাংলাদেশ পাকিস্তান উদ্যোগ কোনো পক্ষবিরোধী জোট নয়

ডেস্ক রিপোর্ট:

চীন বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষবিরোধী জোট নয়। এ উদ্যোগের কেন্দ্রে রয়েছে উন্নত ও সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলা এবং তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা। অতএব এটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’-এ এ কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন।

তিনি বলেন অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় আলোচনা চলছে। এ উদ্যোগের কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষবিরোধী জোট নয় এবং এ নিয়ে দক্ষিণ এশিয়ার কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। এটি নি‌য়ে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেইও।

মার্কিন শুল্ক নি‌য়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ও‌য়েন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। এতে ক‌রে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়তে পারে। তিস্তা বহুমুখী প্রকল্পের অগ্রগতি নি‌য়ে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত। এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে।

আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না’

আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। আপনাদের কাছে পক্ষপাতিত্ব কথা মনে হতে পারে তারপরও বলছি, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ঢাকার কথায় বাংলাদেশ উঠে-বসে। ঢাকার কথায় পরিবর্তন আসে, ঢাকার কথায় নতুনত্ব আসে। আমি মনে করছি; আপনারা মতবিনিময় সভা থেকে এমন প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে, বাংলাদেশে রাজনীতিতে আগামী দিনে যে পরিবর্তন আসবে সেই লক্ষ্যে কাজ করতে হবে। কারণ অনির্বাচিত ক্ষমতাসীনরা মুখে বলে তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের পক্ষের শক্তি। অথচ তারাই করেছে একদলীয় বাকশাল। তারা যে মডেল তৈরি করেছে যেখানে কাউকে কথা বলতে দেয় না। তাহলে কীভাবে তারা স্বাধীনতার পক্ষের শক্তি হল সেই প্রশ্ন কি আমরা আজকে করতে পারি না।’

বৃহস্পতিবার (২ মার্চ) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, ‘পথে ঘাটে আমরা যখন কথা বলার সুযোগ পাব তখনেই বলব-আওয়ামী লীগ কখনো স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। ৭১ সালে তাদের কী ভূমিকা ছিল? সেই ২৫ মার্চের কালো রাত্রে যখন হায়েনার মতো পাকিস্তান বাহিনী ঝাপিয়ে পড়েছিল তাদের ভুমিকা কী ছিল? তাদের ভূমিকা ছিল একটি পলায়ন রাজনৈতিক দলের ভূমিকা। তারা পালিয়ে গিয়েছিল। কাপুরুষের মতো সীমানা টপকে অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুক ফুলিয়ে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি পাকিস্তানিদের ভয় পাননি।’

মঈন খান বলেন, ‘আমাদের একটা বিশেষ এজেন্ডা আছে। আমরা যেভাবে আন্দোলন করছি সেই আন্দোলন অবশ্যই সফল হবে। মতবিনিময় সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দেবেন, আপনারাও খোলা মন নিয়ে পরামর্শ দেবেন। কীভাবে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে অপসারণ করে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করতে পারব। যেভাবে বাংলাদেশে জিয়াউর রহমান গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা করেছিলেন। যেভাবে খালেদা জিয়া এই দেশে সংসদীয় পদ্বতি পুনপ্রতিষ্ঠা করে ছিলেন।

সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের শৃঙ্খলাবোধ রাখার আহ্বান করে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধুমাত্র তৃণমূলের নেতা-কর্মীদের গুরুত্ব দেননি; একইসঙ্গে তিনি গুরুত্ব দিয়েছেন তৃণমূল পর্যায়ে যারা আপনারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, অতীতে করেছেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে জানাতে হবে যে আজকে সরকার মিথ্যা ইতিহাস লিখে পাঠদান করাচ্ছে। আমাদের সেটা প্রতিহত করতে হবে। সত্যিকার ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। জনপ্রতিনিধি হিসেবে আপানারা সচেতনভাবে সেই দায়িত্ব পালন করবেন। আমি পর্দায় দেখতে পাচ্ছি আমাদের নেতা তারেক রহমানকে, আমার মনে হচ্ছে না তিনি সুদূর ৫ হাজার মাইল দূরে আছেন। মনে হয় তিনি আমাদের সঙ্গে পাশেই আছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের