একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা

একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:

একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ফেক ওয়েবসাইটের মাধ্যমে প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোভাভেই দায় বহন করবে না বলে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড। সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেওয়া পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে।

এতে আরও বলা হয় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজে বিদ্যমান আসনসংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন। বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ফেক ওয়েবসাইটের বিজ্ঞাপন দ্বারা কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোক্রমেই এর দায় বহন করবে না বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

কুয়েট শিক্ষার্থীরা ৫ মাস পর শ্রেণিকক্ষে ফিরবেন

কুয়েট শিক্ষার্থীরা ৫ মাস পর শ্রেণিকক্ষে ফিরবেন

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (২৯ জুলাই) কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। সোমবার দুপুরে উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী বলেন, সব পক্ষের সাথে আলোচনা হয়েছে। মঙ্গলবার থেকে ক্লাস চলবে ইনশাআল্লাহ। এ জন্য তিনি শিক্ষার্থীদের হলসহ যার যার আবাসনে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবি তুলে ধরেন। একপর্যায়ে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। একদিকে বন্ধ ক্যাম্পাস, অন্যদিকে অনশন। শিক্ষার্থীদের অনড় অবস্থানে ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে জানায় কুয়েট শিক্ষক সমিতি।

শিক্ষকদের ওপর হামলায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনাসহ পাঁচ দফা দাবিতে গত ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম ও ১৮ মে থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছিলেন কুয়েটের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শিক্ষক সমিতির আন্দোলনের মুখে গত ২২ মে উপাচার্য পদত্যাগ করে চুয়েটে ফিরে যান।
পরে গত ২৪ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী কুয়েটের উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম