জামায়াত একটি ভণ্ড ইসলামি দল: হেফাজতের আমির

জামায়াত একটি ভণ্ড ইসলামি দল: হেফাজতের আমির

চট্টগ্রাম সংবাদদাতা:

জামায়াতী ইসলামী বাংলাদেশকে ভণ্ড আখ্যায়িত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন জামায়াতে ইসলাম একটি ভণ্ড ইসলামী দল, সহীহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না। সোমবার (৪ আগস্ট) রাতে নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন হেফাজতের এ শীর্ষ নেতা। বাবুনগরী বলেন আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না। তারা কখনও মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।
তিনি আরও বলেন জামায়াত দেশের বৃহত্তর দল নয় বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল। জামায়াত ইসলাম নয়, মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে চায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম ও বুজুর্গ আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী। এতে আরও বক্তব্য রাখেন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা আবু তালেব ও আনাস সুলতানি প্রমুখ।

অনলাই‌নে কুয়াকাটার এক ই‌লিশ ৬ হাজার টাকায় বি‌ক্রি

স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর কুয়াকাটায় জামাল হো‌সেন না‌মের এক জে‌লের জা‌লে ধরা পড়া এক‌টি ই‌লিশ মাছ অনলাই‌নে ছয় হাজার টাকায় ‌বি‌ক্রি হ‌য়ে‌ছে। ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ মাছ‌টি শুক্রবার বিকেলে ওই জে‌লের জালে ধরা পড়ে। পরে কুয়াকাটা মাছ বাজারে রাসেল ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে নিলামের মাধ্যমে ফিস ভ্যালীর পক্ষে মো: হাসান ১লক্ষ টাকা মণ দরে মাছটি ক্রয় করেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ ভালো দামে মাছটি বিক্রি হয়েছে৷ ২৫’শ টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকা বিক্রি করেছেন। এসময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছে।

জেলে জামাল হোসেন বলেন, এবছর এই প্রথম আমার জালে এত বড় মাছ ধরা পরেছে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।

আড়ৎ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় মাছই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি মণ ১ লাখ টাকা দরে বিক্রি হয় মাছটি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কিছু জায়গা থেকে এমন সুখবর আসে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পরার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।

 

সবা:স:জু-১৬৭/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম