ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল

ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:

২৪-এর গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল বের করা হয়। বুধবার (৬ আগষ্ট ২০২৫) বিকেল ৪ টার দিকে উপজেলা বিএনপির নিজস্ব কার্যালয় থেকে একটি বিশাল বিজয় সমাবেশ নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোহবুল্লাহ্ মাঠ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় শোক ও বিজয় মিছিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার। সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন।

সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপির ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বিএনপি নেতা ঠিকাদার আলাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, মোঃ শহিদুল ইসলাম বাঙ্গাবাড়ী ইউনিয়ন গোমস্তাপুরসহ ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের ইউনিয়ন-ওয়ার্ডের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

দেবীগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির উপহার বিতরণ

 

এনামুল, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন।

শনিবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় দেবীগঞ্জ সরকারি কলেজ হলরুমে উপহার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। এইসময় সাবেক দেবীগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি ইরফান জজসহ শাখা ছাত্রলীগের অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৬০০ জন নারী ও ১৩০ জন পুরুষের মাঝে শাড়ী লুঙ্গি, ধুতি বিতরণ হয়।

এইসময় উপহার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। উৎসবের এই আমেজ সনাতনী ভাই-বোনদের সাথে ভাগাভাগি করে নিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও সকল উৎসব কিংবা দুর্যোগকালীন সময়ে আপনাদের পাশে থাকতে চাই।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম