রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ৪ জেলে দগ্ধ

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ৪ জেলে দগ্ধ

লক্ষ্মীপুর সংবাদদাতা:

লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্মী ব্রিজঘাটের মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আবুল খায়ের (৪০), মো. ফারুক (৩৯), গনি খাঁ (৪৫) ও আমজাদ হোসেন পাটোয়ারী (৪২)। তাদের বাড়ী জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরগাঁসিয়া পুরাতন বেড়ী এলাকায়। ৪ জনকেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়েছে বলে নৌকার মাঝি দেলোয়ার হোসেন খাঁ জানান।

নৌকার মাঝি দেলোয়ার হোসেন খাঁ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তারা মাছ ধরার জন্য গভীর সাগরে রওয়ানা দিচ্ছিলেন। মাছঘাট এলাকা থেকে অল্প কিছুদূর গেলে নদীতে দুপুরের খাবার রান্না করার জন্য গ্যাসের চুলাটি চালু করেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা ৫ জনের মধ্য তিনি (মাঝি দেলোয়ার হোসেন) নদীতে ঝাঁপিয়ে পড়ে যায়। নৌকায় থাকায় অপর ৪ জেলে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার বলেন, আহতদের শরীরে প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি আল হেলাল জানান প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্থানান্তর করেছে নোয়াখালী সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তারা এখন সেখানেই আছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, তাদের অবস্থা খুবই গুরুতর।

এনসিপির শীর্ষ নেতারা জামালপুরে যাচ্ছেন রোববার

এনসিপির শীর্ষ নেতারা জামালপুরে যাচ্ছেন রোববার

জামালপুর সংবাদদাতা:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা (২৭ জুলাই) রোববার জামালপুরে পথযাত্রায় আসছেন। দলটির জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে তারা এ সফরে অংশ নিচ্ছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে জামালপুর জেলা পরিষদের সভাকক্ষে সংবাদ সম্মেলনে করে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লুৎফর রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার রোববার (২৭ তারিখ) রাত ৮ টায় শহরের চামড়াগুদাম মাদ্রাসা, হযরত শাহজামাল (র.) মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে হরিজন পল্লীতে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করবেন। এরপর জামালপুর শহরেই রাত্রিযাপন করবেন। পরদিন ২৮ জুলাই সকাল ৯টায় সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বেলা ১১টায় পদযাত্রা শুরু করবেন। পদযাত্রা শেষ করে শহরের ফৌজদারী মোড়ে পথসভা করবেন।

এ কর্মসূচিতে থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তানসিম জারা, নাহিদা সরওয়ার নিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল ও সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ পদযাত্রায় অংশগ্রহণ করবেন।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে জামালপুর জেলা কমিটি সব প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। তিনি বলেন, নেতাদের পদযাত্রা ঘিরে শহর-গ্রামে চলছে মাইকিং, প্রচারণা ও গণসংযোগ। তরুণ নেতৃত্বের উপস্থিতিতে বড় ধরনের গণজমায়েত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় সদস্য,মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক মো. হিফজুর রহমান বকুল, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মো. মোসাদ্দেকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামালপুর জেলা কমিটি যুগ্ম সমন্বয়কারী ফজলুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামালপুর জেলা কমিটি যুগ্ম সমন্বয়কারী শাহিদুর রহমান সম্রাট।

পির শীর্ষ নেতারা জামালপুরে যাচ্ছেন রোববারএনসিপির শীর্ষ নেতারা জামালপুরে যাচ্ছেন রোববার

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
হাজির করা হলো ট্রাইব্যুনালে, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড়