গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

খাগড়াছড়ি সংবাদদাতা:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন পেশায় নিয়োজিত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা শুধু পেশার জন্য নয়, এটি গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। দেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক সমাজ একতাবদ্ধ হলে কোনো শক্তিই ন্যায়ের পথে বাধা হতে পারবে না।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় খাগড়াছড়ি জেলার সকল সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

তারাকান্দায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল : গ্রেফতার-২

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপির ডাকা সকাল-সন্ধা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও রাস্তা পিকিটিং করেছে বিএনপি নেতৃবৃন্দ। রবিবার সকাল ৯ দিকে উপজেলার নতুন বাজার মোড ও উত্তর বাজারে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

পিকেটিংয়ে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,আসাদুল হক মন্ডল,মোখলেছুর রহমান আকন্দ,

রাকিব তালুকদার,শহিদুল ইসলাম মন্ডল,আশরাফুল আলম,আব্দুল মান্নান মেম্বার,যুবদলের নেতা আবুল কালাম আজাদ,আজহারুল ইসলাম,ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি,যুগ্ম আহবায়ক এইচ.এম জুয়েল,মোবারক খান,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন,যুগ্ম আহবায়ক ফজলুল হক,শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমূখ। তবে দূরপাল্লার বাস চলাচল করতে দেখাযায়নি। পিকেটিংয়ের সময় উত্তর বাজার থেকে তারাকান্দা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলু ও রাতে গালাগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম বাড়ি থেকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি