কুয়েটের ডাইনিং থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার

কুয়েটের ডাইনিং থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার

খুলনা সংবাদদাতা:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী হলের ডাইনিংয়ের ওয়ার্ড বয়ের রুম থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে এই মাদক জব্দ করা হয় ।জানা গেছে, দুই তিন-দিন আগে পুলিশের কাছে তথ্য আসে মাদকের একটি বড় চালান কুয়েটে ঢুকানো হবে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ নজরদারিতে রাখে কয়েকজনকে।

এসি আবুল বাশারের নেতৃত্বে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, এসআই ইতিয়াকসহ পুলিশের একটি দল হলের ডাইনিংয়ে অভিযান চালায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিভিল পোশাকে এবং ইউনিফর্ম পোশাকধারী পুলিশ হল ঘিরে ফেলে। পরে হলের মধ্যে ডাইনিংয়ের ওয়ার্ড বয়দের কক্ষগুলোতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ওয়ার্ড বয় মিরাজ হাওলাদারের ট্রাংকের মধ্যে পলিথিনে রাখা ১ কেজি ৬০০ গ্রাম জব্দ করে।

খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক জানান, কুয়েটের আবাসিক হলের ডাইনিংয়ের ওয়ার্ডবয় মিরাজের কাছ থেকে প্লাস্টিকের প্যাকেটে থাকা গাঁজা উদ্ধার করা হয়েছে। মিরাজকে গ্রেপ্তার করে খানজাহান আলী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

স্টাফ রিপোর্টার: 

সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শিমুল মিয়া আবির (২৮) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।

সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন। শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিমুল মিয়া আবির যশোর জেলার অভয়নগর থানার লেবুগাতি এলাকার মো. মনসুর সরদারের ছেলে। তিনি জামগড়া স্টার লিং ক্রিয়েশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে নতুন ইপিজেডের পেছনে ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকার বালুর মাঠে ছিলেন শিমুল মিয়া। হঠাৎ কয়েক জন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় শিমুল নিস্তেজ হয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, গতকাল রাতে শিমুল মিয়া আবিরের লাশ নারী ও শিশু হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, বিস্তারিত এখনও জানা যায়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

 

সবা:স:জু-২১৮/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের