খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

খাগড়াছড়ি সংবাদদাতা:

আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যত গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ শ্লোগানে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। শনিবার সকালে য়ংড বৌদ্ধ বিহারে এলাকা থেকে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম ক অঞ্চল ,বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে সামনে মানববন্ধন হয়। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠির শতশত নারী পুরুষ অংশ নেন।

বাংলাদেশ আদিবাসী ফোরাম খাগড়াছড়ি শাখার সভাপতি চাইথোয়াই মার্মা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রামের জাপান নিপন একাডেমি পরিচালক মো: নুরুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সম্পাদক নির্মল দাশ, নমিতা চাকমা উক্যনু মারমা।

বক্তারা বলেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্রের হিসেবে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। অবিলম্বে বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পাহাড় ও সমতলের আদিবাসীদের ভূমি ও প্রথাগত অধিকার নিশ্চিত এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে আদিবাসী উদযাপন কমিটির ব্যানারে পৃথক কর্মসূচী পালন করা হয়েছে।

বরগুনা-২ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত শামীম আহমেদ

বরগুনা-২ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত শামীম আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের স্বীকার হয়ে লন্ডনে নির্বাসিত হয়েছিলেন শামীম আহমেদ। বিএনপি নেতা হওয়ায় তার বিরুদ্ধে ছিল ৬৮টি মামলা। পাথরঘাটা উপজেলার সদর পৌরসভার তিন নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শামীম আহমেদ জেলা থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে বিএনপির হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ন আহব্বায়ক হিসেবে বর্তমানে কেন্দ্রীয় ওলামা দলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাসিনার পতনের পরে বিএনপি সহ একাধিক দল দ্রুত জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিলে শামীম আহমেদ লন্ডন থেকেই তার নেতাকর্মীদের ভোটের মাঠ প্রস্তুতের নির্দেশনা দেন। অনলাইন ভিডিও প্লাটফর্মে উপস্থিত হয়ে একাধিক নির্বাচনী সমাবেশ সম্পন্ন করেছেন তিনি। দ্রুত দেশে ফিরে স্ব-শরীরে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার কথা জানিয়েছেন শামীম আহমেদ।

বিভিন্ন জেলা উপজেলায় কমিটি পুনর্গঠন সহ বিভিন্ন সমাবেশ নিয়ে ব্যস্ত বিএনপি। বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে। এরই ধারাবাহিকতায় বরগুনার আসন গুলোতে বিএনপির হয়ে যারা প্রার্থী হতে চান তারা সক্রিয় হয়েছেন।

বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে চাওয়া মাওলানা শামীম আহমেদ বলেন, আমি দীর্ঘদিন পর্যন্ত এলাকায় কাজ করেছি। গনতন্ত্র পুনরুদ্ধার ও প্রগতির টানে আগামীর দিনের রাষ্টনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। তিনি আরো বলেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আছি, ইন-শা-আল্লাহ থাকবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান