ভবন নির্মাণে অনিয়মই যেন নিয়মে পরিনত হয়েছে,রাজউক চোখ থাকিতে অন্ধ

তাছলিমা তমাঃ-

রাজধানীর দক্ষিণখান থানাধীন পুরাকোর মৌজার গাওয়ার তেঁতুলতলা ইয়াসিন রোডে রাসেল ক্ষমতার অপব্যবহার করে একটি বহুতল ভবন নির্মাণ করছে। রাজউক থেকে সাড়ে তিন কাঠা জমিতে বহুতল ভবন নির্মাণের অনুমতি নেন।

যা রাজউকের নিয়ম মেনেই করার কথা। কিন্তু রাসেল প্রবাসী ভাইয়ের ক্ষমতা বলে রাজউকের আইন অমান্য করে নিজের ইচ্ছে মত তৈরি করছেন বহুতল ভবন।
৪০% জায়গা ছাড় দিয়ে ভবন নির্মাণ করার আইন থাকলেও,
তিনি তার ধারে কাছে না গিয়ে ২ তলা পর্যন্ত ভবন নির্মাণ করেছেন।
ভবন নির্মাণের সময় রাজউকের বিদ্যমান ইমারত নির্মাণ আইন তথা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাড ১৯৫২টাউন ইমপেমেন্ট অ্যষ্ট-১৯৫৩ ও ঢাকা মহানগর ইমারত (নির্মাণ উন্নয়ন সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোট ২০২০/সংশোধনী ইমারত নির্মাণ ২০০৮ এর বিধিমালা সু-স্পষ্ট ভাবে লংঘন করে ভবন টি ২ তালার ছাদের কাজ শেষ করে ৩ তালার কাজ চালিয়ে যাচ্ছে ভবন রাসেল গং।
যা ইমারত নির্মাণ আইন ও বিধিমালা সু-স্পষ্ঠ ভাবে লংঘন।

জায়গা অনুপাতে প্রতি তলায় সেটব্যাক সহ প্রায় ২৫২০ স্কয়ার ফিট এর অনুমতি থাকলেও ভবন মালিক প্রতি তলায় প্রায় ২৩০০ স্কয়ার ফিট করে ভবনটির ২ তলা পর্যন্ত কাজ সম্পন্ন করেছে। এতে করে ভবনটির প্রতি তলায় প্রায় ৪৪০ স্কয়ার ফিট বর্ধিত করা হয়েছে। সরো জমিনে গিয়ে দেখা যায়,ভবন নির্মাণে তথ্যসম্বলিত সাইনবোর্ড ও সেফটি নেট ব্যবহার করা বাধ্যতামূলক থাকলেও তিনি তা ব্যবহার করছেন না।
ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে ভবন মালিক রাসেলকে প্রশ্ন করলে তিনি বলেন
আমি ২ তলার কাজ শেষ করে ৩ তালার কাজ চলমান রেখেছি, এখানে তুই কোন সাংবাদিক যে তোকে আমার তথ্য দিতে হবে এমন আরো অকথ্য ভাষায় কথা বলে তথ্য না দিয়ে হুমকি দিতে থাকে সাংবাদিকে বলে যে তোর বিরুদ্ধে মামলা করব কেন তথ্যের জন্য আমার বিল্ডিংয়ে এসেছো। রাজউকের সাথে যোগশাযোগ না থাকলে কি আমি ২ তালা পর্যন্ত ভবন নির্মাণ সম্পন্ন করতে পারতাম।
অন্য দিকে জোনাল ইন্সপেক্টর জানায় আমি তাকে ফোন দিয়েছিলাম নকশা নিয়ে রাজউকে আসার জন্য তিনি আমার সাথে অশোভনীয় আচরণ করেন, এমনকি আমাকে তার বিল্ডিংয়ে যেতে বলেন আমি সাথে সাথে উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ নিয়ে সরেজমিনে গেলে সে নকশা দেখাতে ব্যর্থ হয় এরপর আমি তার কাজ বন্ধ করে দিয়ে আসলেও আবার শুনতে পারলাম সে এখন কাজ চলমান রেখেছে। তবে রাজউকের মোবাইল কোড চলমান আছে, যেকোনো সময় উক্ত ভবনে মোবাইল কোড পরিচালনা করা হবে।

ঐক্যবদ্ধভাবে আগ্রাসী ইসরাইলের ঔদ্ধত্যের জবাব দিতে হবে- খেলাফত মজলিস

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরাইল সকল প্রকার সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। গত এক সপ্তাহ ধরে হামলা চালিয়ে ইসরাইল ইরানের অবকাঠামো ধ্বংস সহ অর্ধসহস্রাধিক মানুষের প্রাণহানী ঘটিয়েছে। ইরানের পাশে দাঁড়ানোর জন্য ওআইসিকে অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে। আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে। আগ্রাসী ইসরাইলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব আরো তীব্রভাবে দিতে হবে। এই অবৈধ রাষ্ট্রটি শান্তিকামী মানুষের জন্য হুমকি। ইসরাইলের পক্ষে যারা ভূমিকা পালন করবে তারাও শান্তিকামী মানুষের কাছে দুশমন হিসেবে চিহ্নিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী ইসরাইলের অপরাধ পাশ কাটিয়ে ইরানকে ধ্বংস করার বারবার হুমকি দিচ্ছেন। শক্তির মদমত্ততায় যারা উন্মাদ হয়ে যায় তাদের পতন অনিবার্য্য। ইরানের প্রতিরোধের মুখে ইসরাইলের রাজধানীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলী নাগরিকদেরও অনুভব করা উচিৎ বাস্তুচ্যুত ফিলিস্তিনীদের সবকিছু হারানোর বেদনা কত কষ্টের! ড. আহমদ আবদুল কাদের আজ বাদ জুম্মা খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইরানে ইসরাইলী হামলা ও গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল।

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী। নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, এডভোকেট রফিকুল ইসলাম, মহানগরী সহ-সভাপতি মুফতি সাইফুল হক, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, সেলিম হোসেন প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম