নতুন করে ২ হাজার ৯৪৬ জনের ফল পরিবর্তন

নতুন করে ২ হাজার ৯৪৬ জনের ফল পরিবর্তন

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষার পর ঢাকা শিক্ষা বোর্ডে মোট ২,৯৪৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ২৯৩ জন শিক্ষার্থী ফেল থেকে পাসে উত্তীর্ণ হয়েছেন। এছাড়া নতুন করে ২৮৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সূত্রে জানা যায়, এই বছর পুনঃনিরীক্ষার জন্য ৯২,৬৭৬ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি উত্তরপত্রের আবেদন করেছিলেন।

তবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার উভয়ই উল্লেখযোগ্যভাবে কমেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করার প্রবণতাও বেড়ে গেছে।

সারাদেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র ও ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী রয়েছে।

শাবিপ্রবির দুই শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ডেস্ক রিপোর্ট:

ধর্ষণ মামলায় অভিযুক্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃত দুই ছাত্র হলেন- বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাগত দাস পার্থ ও শান্ত তারা আদনান।

মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি থেকে দুই ছাত্রের আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ এসেছে। সিন্ডিকেটে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আজকের সভায় ক্যাম্পাসে নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে।

গত ২ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থের বিরুদ্ধে। ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী শিক্ষার্থী। ওই দিন বিকেলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ। সোমবার (২৩ জুন) আসামিদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম