স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ৫ জন

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ৫ জন

বরিশাল সংবাদদাতা:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) রাত ১০টার দিকে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনিসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোস্তাফিজুর রহমান, রাফি, সিফাত ও সুহানের নাম পাওয়া গেছে।

পুলিশ প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের ১৪তম দিনে বিকেলে নগরীর নথুল্লাবাদ এলাকায় দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সিনিয়র-জুনিয়র এবং ধূমপানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে নারী নেত্রীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও জড়িত ছিলেন। ওই ঘটনায় সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উত্তেজনা প্রশমনে রাতে বিএম কলেজে দুই পক্ষ সমঝোতার বৈঠকে বসে। তবে বৈঠক চলাকালে আবারো হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় বেশ কয়েকজন আহত হন।

মহিউদ্দিন রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে অভিযোগ করেন, আন্দোলন বানচাল করার জন্যই তাদের ওপর হামলা হয়েছে। এর আগে একই দিন দুপুরে আইনশৃঙ্খলা বাহিনী দিয়েও হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ তাজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন জানান, নথুল্লাবাদে মারামারির ঘটনার জেরেই বিএম কলেজে সংঘর্ষ হয়েছে, যা মূলত সিনিয়র-জুনিয়র ইস্যু থেকে শুরু।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনা কলেজ ক্যাম্পাসের ভেতরে ঘটায় অনুমতি ছাড়া পুলিশ প্রবেশ করেনি। তবে হাসপাতাল ও ক্যাম্পাস এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

নেছারাবাদে ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

মো:সোহেল মোল্লা। নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি।

উপজেলার মিয়ারহাট বন্দর থেকে ইকবাল হোসেন নামে এক ব্যাংক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ।ইকবাল হোসেন ইসলামী ব্যাংক মিয়ারহাট শাখায় ম্যাসেন্জার কাম গার্ড পদে কর্মরত তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইডগাও গ্রামের ৬নং ওয়ার্ডে বলে জানা যায়।২মাস আগে তিনি চাকরি সুবাদে মিয়ারহাট বন্দরের খাল পাড়ে বুলবুল সাহেবের ভাড়া বাসায় ওঠেন।গত রাতেওতিনি ঐ বাসাতেই ছিলেন। শনিবার বিকাল ৪টায় পাশের বাসার নাইম কোন সাড়াশব্দ না পেয়ে দরজা নক করে।দরজা ভিতর থেকে বন্দ থাকায় কোন একটা ঝামেলা মনে করে পুলিশে খবর দেয়।পুলিশ এসে দরজা ভেন্গে ফ্যনের সাথে গলায় ফাঁস দেয়া অবস্হায় ইকবাল হোসেনের লাস উদ্বার করে।প্রেমগটিত কারনে ইকবাল আত্মহত্যা করতে পারে বলে পুলিশ মিডিয়া কর্মীদের জানান।লাস সুরতহালের পরে ইকবালের আত্মাীয়সজনের কাছে হস্তান্তর করা হবে এবং এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে জানান নেছারাবাদ থানা পুলিশ উপপরিদর্শক আলমগীর।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম