রংপুরে দুইজনকে পিটিয়ে হত্যা

রংপুরে দুইজনকে পিটিয়ে হত্যা

রংপুর জেলা প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে সনাতন ধর্মাবলম্বী দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেছে সংস্থাটি।

সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে আসক এ দাবি জানায়।

গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ৯ আগস্ট উপজেলার ঘনিরামপুর এলাকার রুপলাল দাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার প্রদীপ দাসকে (৩৫) ভ্যান চোর সন্দেহে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেন। সম্পর্কে তারা ভাগনি জামাই ও শ্বশুর।

রুপলাল দাস জুতা সেলাইয়ের কাজ করতেন এবং প্রদীপ দাস ভ্যানচালক ছিলেন। রুপলালের মেয়ের বিয়ের দিন ঠিক করার জন্য প্রদীপ দাস ভ্যান চালিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় স্থানীয়রা তাদের থামিয়ে সন্দেহজনকভাবে পিটিয়ে হত্যা করে।

এ হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইন ও সালিশ কেন্দ্র বলছে, আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করা দেশের আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনগত সুরক্ষা ও জীবন রক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এখানে ভঙ্গ হয়েছে।

আসক বিবৃতিতে জানায়, এ ধরনের গণপিটুনির ঘটনা দেশে ধারাবাহিকভাবে ঘটছে, যা জনগণের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কমপক্ষে ১১১ জন মব সন্ত্রাসের শিকার হয়েছেন এবং নিহত হয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। পাশাপাশি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে তারা আহ্বান জানিয়েছে, সংঘবদ্ধ প্ররোচনামূলক কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া যাবে না, তাদের শনাক্ত করে কঠোরভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। কারণ এ ধরনের ঘটনা মানবাধিকারের ভিত্তিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে।

পল্লবী থানা এলাকার মামলাবাজ রেশমার জালে দিশেহারা সেলিম

আয়েশা আক্তার॥
রাজধানীর পল্লবী থানা এলাকার আর্মি আবাসন এর এক মামলাবাজ রেশমার মামলায় দিশেহারা সেলিম নামের এক লোক। গত ১০ জুলাই পানি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয় পাশের বাসার লোকজনের সাথে আর এই ঝগড়াকে কেন্দ্র করে এলাকার মামলাবাজ নামে পরিচিত রেশমা, মুলতান এর পুত্র সেলিম সহ এলাকার কয়েক জনের নামে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন যার নং ২৩। এলাকায় সরেজমিনে জনসাধারনের সাথে কথা বলে জানাযায় সেই ঘটনার দিন সেলিম উপস্থিত ছিলো না তাহলে সেলিম কেন আসামী হলো তা খোজতে গিয়ে দেখাযায় , এই রেশমা একজন মামলাবাজ মহিলা সে নিজেকে অনেক ক্ষমতাবান হিসেবে জাহির করে আর সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে এমনকি মামলার ভয় দেখিয়ে মানুষ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়াই তার আসল পেশা, আর এ কারনেই সেলিমকে মিথ্যা মামলায় জড়িয়ে টাকা হাতিয়ে নেয়াই তার আসল উদেশ্য। এলাকাবাসীর কাছ থেকে জানাযায় এই রেশমা এর আগেও কয়েকটি মামলা করেছে সাধারন মানুষের নামে আর এই মিথ্যা মামলা দেয়াই তার কাজ। আরো জানাযায় এই রেশমা আবার নিজেকে একটি সরকারী অনুমোদনহীন কথিত একটি অনলাইন নিউজ প্রোটালের আবার নাকি হেড অব নিউজ। যদিও অনলাইন নিউজ প্রোটালে এই পদ বলতে কিছই নেই। তাই সেই ভূয়া পরিচয় দিয়েও সে এলাকার মানুষকে হামলা মামলার ভয় দেখায়। উক্ত প্রতিবেদক সরেজমিনে যখন তার মন্তব্য সংগ্রহ করতে যায় তখনও সে নিজে অনেক বড় ক্ষমতার অধিকারী বলে জাহির করেন এমনকি তাকে চিনতে ভুল করেছ বলেও হুমকি প্রদান করেন এমনকি তার এই বিষয়ে নিউজ হলে মামলার ভয় দেখান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা