সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্তে দুদক

সাদাপাথর লুটপাটের ঘটনায় তদন্তে দুদক

সিলেটে সংবাদদাতা:

সিলেট সাদাপাথরে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদকের নয় সদস্যের একটি প্রতিনিধি দল সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে লুটপাটের বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। দুদকের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও।

দুদকের প্রতিনিধি দল জানান, এমন লুটপাটের ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন দেয়া হবে। যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়াও স্থানীয় প্রশাসনের এ ব্যাপারে আরও সর্তক থাকা প্রয়োজন ছিল বলে জানান। পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার অধিক।

প্রসঙ্গত, গত এক বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদাপাথর পর্যটন কেন্দ্র। গেল বছরের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুটপাট।

বিশ্বনাথে ৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি আরকুম আলী:

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে মাধ্যমিক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৬০টি স্কুল-মাদ্রাসার নবম শ্রেণীর ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সকাল ১০ থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চারটি হলে চলে এ পরিক্ষা।
বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহীনুজ্জামান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী, সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, শাহ তাহির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবুল বাশার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. সাদেক আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি আলতাফ হোসেন, শফিক আহমদ পিয়ার মেম্বার, ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নুর তুষারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ডেফোডিলের সভাপতি এমদাদ হোসেন নাঈম ও পরিক্ষা সচিবের দায়িত্বে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি তন্ময় দেবরায়। এছাড়াও পরিক্ষায় হলগুলোতে পরিক্ষকের দায়িত্ব পালন করেন সংগঠনের দায়িত্বশীল সদস্যরা। শ্রীঘ্রই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃত্তির পুরুষ্কার বিতরণ করা হবে ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে এরকম আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান ডেফোডিল এসোসিয়েশনের সদস্যরা

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম