
নারায়ণগঞ্জে সংবাদদাতা:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থান থেকে এক নারীর ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে শিমরাইল এলাকার একটি টিনসেড ঘর থেকে গলাকাটা অবস্থায় সাবিনা আক্তার লাকি (৩৫) নামে এক নারীর মরদেহ এবং সিআইখোলা এলাকার ডিএনডি লেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত সাবিনা আক্তার লাকি ঢাকার ওয়ারীর গোপীবাগ এলাকার প্রয়াত শামসুল হকের মেয়ে। শিমরাইল সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের পাশে টিনসেড ঘরে বাস করতেন নিরব নামে এক বাসচালক। তিনি নিহতকে স্ত্রী পরিচয়ে সেখানে থাকতে দিতেন। কয়েক দিন আগে লাকি তার তিন সন্তানসহ সেখানে আসেন। বুধবার সকালে শিশুদের কান্নার শব্দ শুনে স্থানীয়রা দরজা খুলে ভেতরে তার গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। নিরবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, মাত্র এক কিলোমিটার দূরে ডিএনডি লেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তার মৃত্যু অন্তত দুই দিন আগে হয়েছে এবং মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।