বিএনপি নেতার সদস্য পদ স্থগিত

বিএনপি নেতার সদস্য পদ স্থগিত

কক্সবাজার সংবাদদাতা:

ওসির সঙ্গে অশোভন আচরণ করায় কক্সবাজারের বিএনপি নেতা আকতার হোসেনের সদস্য পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে: ফখরুল

সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

ঢাকা শহরে ৬ টি গুরুপূর্ণ এলাকায় যুবদলের সহায়তায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ গ্রাফিতি অংকন কর্মসূচী উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২৮ জুলাই) শাহবাগ জাদুঘরের সামনে এই গ্রাফিতি অংকন উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসবে উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন সত্যিকার অর্থে দেশকে পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে চাইলে রিক্সাচালক ভ্যানচালক শ্রমিক কৃষকদের মতামত নিতে হবে।

তিনি বলেন তরুন প্রজন্মের দিকে তাকিয়ে আছে পুরো দেশ তাদের হাত ধরেই সোনার বাংলাদেশ গড়তে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন সবাইকে নিয়ে পত্রপত্রিকা ও টেলিভিশনে লেখালেখি হলেও মহিয়সী নারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সেভাবে লেখালেখি হয় না। সাংবাদিক ভাইয়েরা কালোকে কালো, সাদাকে সাদা বলতে শিখুন।

তিনি আরও বলেন ২৪ সালের জুলাই মাসে আমাদের দলের নেতাকর্মীদের গুম হত্যা ও গ্রেফতার করা হয়েছে। ডিবি অফিসে নিয়ে জুলুম ও নির্যাতন করা হয়েছে। ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের দলের নেতাকর্মীরা লড়াই করেছে। কিন্তু দুঃখের বিষয় ফ্যাসিস্ট হাসিনার পলায়নের ১ বছর হয়ে গেলেও তাকে ও তার সহযোগিদের বিরুদ্ধে হত্যার বিচার কেন হচ্ছে না?

উক্ত জুলাই গণঅভ্যুত্থাণ গ্রাফিতি অংকন অনুষ্ঠানে সভাপতি হিসবে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সঞ্চালনায় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম