সাদাপাথরে লুটপাট: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাদাপাথরে লুটপাট: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিলেট সংবাদদাতা:

সিলেটের পর্যটনকেন্দ্র ‘সাদাপাথর’ এলাকা থেকে বালু ও পাথর লুটপাটের ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কোম্পানীগঞ্জ উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান। তিনি বলেন, উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে তার বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। আলমগীর আলম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক।

এদিকে, সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্র থেকে লুট হওয়া পাথর উদ্ধারে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। বুধবার রাত ১০টার দিকে এ অভিযান শুরু হয়। সারারাত বিভিন্ন স্থানে অভিযান চলে। এসব অভিযানে পাথরবোঝাই ১৩০টি ট্রাক জব্দ করা। বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সাংবাদিকদের বলেন রাত থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। এখনো চলছে। অভিযানে জব্দ করা পাথর আবার সাদাপাথরে নিয়ে রাখা হবে। এ ছাড়া আজ কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে পৃথক দুটি তল্লাশি চৌকি স্থাপন করে পাথর তোলা বন্ধে সার্বক্ষণিক নজরদারি শুরু হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বুধবার রাত পৌনে ১১টা থেকে সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সালুটিকর এলাকায়, পরে সিলেট ক্লাবের সামনে তল্লাশি চৌকি বসিয়ে যৌথ বাহিনী অভিযান শুরু করে। আজ সকাল থেকে সিলেট শহরতলির বড়শালা এলাকায় যৌথ বাহিনী তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালাচ্ছে।

অভিযানে বিভিন্ন স্থান থেকে লুট হওয়া ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করে ফের সাদাপাথর এলাকাসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে ফেলা হয়েছে বলে জানান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার।

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিঠা উৎসব পালিত

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

শীত কিংবা গ্রীস্ম মানেই ঘরে ঘরে মুখরোচক পিঠাপুলির আয়োজন। তবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাঙালিদের পিঠাপুলিসহ অনেক ঐতিহ্য। এখন আবার নানা ধরনের ফাস্ট ফুড খাবারের কারণে হারিয়ে যাচ্ছে অনেক পিঠাপুলি। কিন্তু গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার দিলোয়ার হোসেন সুমন আয়োজন করেন পিঠা উৎসবের।
হারিয়ে যাওয়া পিঠাপুলির সাথে এমন আয়োজন করায় অভিনন্দন জানায়, সুধি মহল। এতে হারিয়ে যাওয়া পিঠার ঐতিহ্য ও স্বাধ ফিরে আসবে বলে তারা মনে করেন।
এদিকে আমেরিকা প্রবাসী আয়েশা বেগম জুঁই ও তাঁর পরিবারের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারী টেবিল ও হুইল চেয়ার হস্তান্তর করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও ডাক্তার স্বজল এস চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি এটিএম সুয়েব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের পিতা মো. শাহাদত হোসেন, রাবেয়া বেগম, ডাক্তার কুলসুমা আক্তার রোজি, ডাক্তার রাজীব বৈষ্ণব, আমেরিকা প্রবাসী ওয়াহিদুল ইসলাম মিতুল, আয়েশা বেগম জুঁই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্রাচার্য্য, নাসির্ং সুপারভাইজার জয়শ্রী দেব, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ রায়চাঁদ দাশ, স্বাস্থ্য পমপ্লেক্সের টিএলসিএ দিভাংশু গুণ

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম