৩ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা

৩ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা

শরীয়তপুর সংবাদদাতা:

শরীয়তপুরে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ ও পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭টায় সদর উপজেলার প্রেমতলার মোড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।

স্থানীয় পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারের আদেশ অমান্য করে শরীয়তপুর সদর উপজেলায় নিষিদ্ধ পলিথিন দীর্ঘদিন ধরে পরিবহন করে আসছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টার দিকে প্রেমতলা মোড়ে যৌথ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দসহ পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকের মালিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬-ক ধারা লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক রসেল রোমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল প্রেমতলা মোড়ে যৌথ অভিযান চালিয়ে ৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। ট্রাকের মালিককে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬-ক ধারা লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করেন। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

মেঘনায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের গণসংযোগ

মো. আনোয়ার হোসেন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান এর ব্যাপক শোডাউন ও গণসংযোগ।

মঙ্গলবার (১২ আগষ্ট, ২০২৩) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন মহলে নেতাকর্মীদের নিয়ে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের মনোনয়ন প্রত্যাশি এ নেতা উপজেলার লুটেরচর, আলীপুর, সেন নগর, পাড়ারবন্দ বাজার, কান্দারগাঁও, পাথালিয়ারচর, নয়ানি ও মানিকারচর এলাকায় ব্যাপক মতবিনিময় ও গণসংযোগ করতে দেখা যায়।

গগণসংযোগকালে তিনি বলেন, মেঘনায় আমি প্রথমবারের মতো গণসংযোগে এসেছি। মেঘনার উন্নয়নের রূপকার ছিলেন মরহুম এমকে আনোয়ার ও তার ছায়া হিসেবে ছিলাম আমি। জিয়া পরিবার আমাকে হোমনা মেঘনায় কাজ করতে বলেছেন। তাই আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই। বিএনপি এখন একদফার আন্দোলনে আছে। বিএনপির একদফা দাবি আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সে লক্ষেই কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা মেঘনা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করব, যদি বিএনপি আমাকে মনোননয়ন দেয়। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপি’র নেতা আব্দুস সাত্তার তপু, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ডাঃ মাহফুজ, মেঘনা উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি হুমায়ূন কবির, পাড়ারবন্দ বিএনপি নেতা খাইরুল ইসলাম, হোমনা পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সদস্য মহসীন বেপারী, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম জাদু মোল্লা, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনির হোসেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, সাবেক সদস্য মোঃ রফিকুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, বলরামপুর ইউপি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, তিতাস উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হান্নান হোসাইন, তিতাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল খান রাজ, জয়পুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এমআই টিপু প্রমূখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের