আবাসিক হোটেলে অনৈতিক কাজের সময় ৯ জন যুবক-যুবতি আটক

আবাসিক হোটেলে অনৈতিক কাজের সময় ৯ জন যুবক-যুবতি আটক

সিলেট সংবাদদাতা:

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজ করার অভিযোগে পৃথক পৃথক অভিযানে ৯ নারী-পুরুষকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌণে তিনটা থেকে পৌণে ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, বিকেল পৌণে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের হোটেল ‘বাধান’-এ অভিযান চালানো হয়। এসময় হোটেলটি থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ যুবক ও ২ যুবতিকে আটক করা হয়। তারা হলেন- জামাল মিয়া (৩২, ম্যানেজার), মাইন উদ্দিন (২০), তাহলিল আহমেদ (২৩), মাহি আক্তার (২৫) ও কলি বেগম (২৩)।

পরে বিকেল পৌণে ৫টার দিকে গোয়েন্দারা অভিযান চালান নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকার ঢাকা প্যালেস হোটেলে। এ হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে আটক করা হয় দুই যুবক ও দুই যুবতিকে। তারা হলেন- মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫), ও মনি আক্তার (১৯)।

আটককৃতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।

বিশ্বনাথে দুইনেতার আয়োজনে – আসছেন পাগল হাসান

আরকুম আলী, বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও যুবলীগ নেতা রাজু আহমেদ খান এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় পৌর শহরের প্রবাসী চত্বরে এ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পি পাগল হাসান।

এছাড়াও দেশের নামীদামি শিল্পিরা এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।-

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম