হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না: সারজিস

হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না: সারজিস

ডেস্ক রিপোর্ট:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকেই ক্ষমা করা হবে না। রোববার (২৪ আগস্ট) রাতের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না।

সারজিস আলম আরও উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়নে বাধা সৃষ্টি যারা করবেন, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে নয়।

সারজিস সতর্ক করে বলেন, সাধু সাবধান। কে কী করছেন বা করতে চাচ্ছেন, কোনো কিছুই গোপন থাকবে না। জনগণ এত ভালো না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম