
মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তপথে ভারতে পাচারকালে ৭ জনকে আটক করেছে ৩৯/বিজিপি নকশী সীমান্ত রক্ষী বাহিনী ( বিজিবি )’র টহল দল।
ঝিনাইগাতী নওকুচি কালীমন্দিরের সম্মুখ থেকে ৩ জন পুরুষ, ১ জন শিশু,৩ জন নারীকে ভারতে পাচারকালে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন রমজান আলী (২৪) পিতা নুরুল ইসলাম, গ্রাম বরুঙ্গা, থানা নালিতাবাড়ি জেলা শেরপুর, রাসেল মিয়া (১৮) পিতা আসমত আলি, গ্রাম বুরুঙ্গা, থানা নালিতাবাড়ী, জেলা শেরপুর, এই ২ মানব পাচারকারী অন্যান্য আটককৃতদের পাচার করার সময় তাদেরসহ আটক করা হয় শামীম সেখ (২৩) পিতা মেলদার শেখ, গ্রাম বোমভাগ থানা- কালিয়া, – জেলা নড়াইল, মোছাঃ আফসানা ( ২২) পিতা হায়দার আলী, গ্রাম বোমভাগ, থানা কালিয়া, জেলা
নড়াইল,
রুমা বেগম (৩২),স্বামী- শামীম সেখ (২৩),পিতা-মৃত মনির হোসেন পাটোয়ারী গ্রাম কুলসুর, থানা- কালিয়া, জেলা- নড়াইল স্বামী- রিয়াজ মোল্লা,গ্রাম- কুলসুর, থানা কালিয়া, জেলা নড়াইল, মিলিনা বিশ্বাস (২৮ )স্বামী মৃত উজ্জ্বল বিশ্বাস, গ্রাম- কুনসুর, থানা- কালিয়া, জেলা- নড়াইল ও কাশেম বিশ্বাস (০৩)পিতা- উজ্জ্বল বিশ্বাস গ্রাম কুলসুর, থানা- কালিয়া, জেলা- নড়াইল।
আটককৃতদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।প্রাথমিক ভাবে জানা যায়, মানব পাচার চক্রের সদস্য রমজান আলী (২৪) ও রাসেল মিয়া (১৮) গংদের সহযোগিতায় ০১। শামীম সেখ (২৩) ০২। মোছাঃ আফসানা ( ২২) ০৩। রুমা বেগম (৩২) ০৪। মিলিনা বিশ্বাস (২৮ ) ০৫। কাশেম বিশ্বাস (০৩) দের ভারতে অবৈধভাবে ভারতে পাচারের জন্য নিয়ে আসলে বিজিবির অভিযান চালিয়ে আটক করে।
এব্যাপারে ঝিনাইগাতী থানায় মানব পাচার আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আল আমিন সবুজ বাংলাদেশ প্রতিনিধিকে বলেন রাত ৯ টায় জানান, আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।