
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগরে পরিবেশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে একটি তেল শোধনাগারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার বাঙ্গারা বাজার থানার পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের জয়নগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অনুমোদন ও ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পরিচালিত ওই কারখানায় জাহাজের পোড়া তেল ব্যবহার করে তেল শোধনের কাজ চলছিল। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনার দায়ে মেসার্স জিএল গ্রীন ওয়েল ফ্যাক্টরিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান। এ সময় তাকে সহযোগিতা করেন পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকলাল দেবনাথ ও বাঙ্গারা বাজার থানার পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ দূষণকারী ও অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে পরিবেশ রক্ষা হবে, কৃষি সুরক্ষিত থাকবে এবং দূষণ কার্যক্রম বন্ধ হবে।